Monday, November 24, 2025

কলকাতা পুলিশের তৎপরতায়  শহরে উদ্ধার কোকেন-সহ নিষিদ্ধ মাদক, ধৃত ২

Date:

Share post:

বড়দিন দরজায় কড়া নাড়ছে।তারপরই বছর শেষের উৎসব। আর এই উৎসবের আবহে মাদক উদ্ধার শহরে।কলকাতা্ পুলিশের দাবি, বর্ষবরণের উৎসবে শহরের বিভিন্ন জায়গায় এইসব মাদক (Drug) পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতাতেই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ফিল্মি কায়দায় শহরের দুই জায়গায় হানা দেয় পুলিশের দু’টি পৃথক দল। আর তাতেই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। পাশাপাশি, দু’জন পাচারকারীও পুলিশের জালে আটক হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতা পুলিশের মাদক দমন শাখা (Narcotics) শহরের দুটি আলাদা আলাদা জায়গায় হানা দেয়। তারপর পঞ্চসায়ের এলাকার একটি বহুতল আবাসন থেকে পারভেজ আলি নামে একজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে কোকেন সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সার্ভে পার্ক থানা এলাকায় বাইপাসের ধারে আরেকটি বড়িতে হানা দিয়ে বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ। এর জন্য লিলুয়ার বাসিন্দা প্রসেনজিৎ রায় ওরফে অর্ঘ্যকে ফ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুই ঘটনার সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন একে অন্যের পরিচিত। তারা বিগত দু বছর ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা অড়িশা থেকে মাদক নিয়ে আসত এবং শহরের বিভিন্ন জায়গায় তা পাচার করত। পাচারে ব্যবহার করা হত বিভিন্ন বাইক পরিবহন সংস্থার বাইক। এই দুই যুবককে ময়ঙ্ক নামে এক ওড়িয়া ব্যক্তি মাদক সাপ্লাই করত বলে জানা গিয়েছে। তবে ধৃতদের সঙ্গে বড় কোনও মাদক চক্রেরে যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

আজ মন্ত্রিসভার বৈঠকে মমতা, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেকও

সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন...

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...