তিনি সতেরও মা অসতেরও মা। তাই আট থেকে আশি সকল সন্তানের কাছেই তিনি অকৃতদার। শ্রী শ্রী সারদা মায়ের ১৭২-তম জন্মতিথিতে (Sarada Devi birth anniversary) তাই প্রত্যেক বছরের মতো এবারেও বেলুড় মঠ (রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন) থেকে জয়রামবাটি (Jairambati), কামারপুকুর থেকে বাগবাজারে মায়ের বাড়ি সর্বত্রই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। রবিবার ভোরবেলায় বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি প্রভাতফেরির আয়োজন করা হয়। আজ দিনভর বেলুড় মঠে (Belur Math) সারদা মায়ের জীবনী নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিগীতি এবং স্তোত্রপাঠের আয়োজন করা হয়েছে।
এদিন বেলুড় মঠে ভোর ৪:৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে। মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, পদাবলী, কীর্তন। বাউল গানের মাধ্যমে বিশেষ ভক্তিগীতি পরিদর্শন পরিবেশনে ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়েছে বিতরণ। জয়রামবাটিতে এই বছর প্রথম সারদা মেলার আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মা সারদা জন্মভূমি ও বেলুড় মঠের মন্দিরে ভিড় বাড়ছে ভক্তদের। সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালন করা হচ্ছে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এই উপলক্ষ্যে সকাল থেকেই সেখানে চলছে বিশেষ পূজাপাঠ।
–
–
–
–
–
–
–
–
–