Tuesday, August 26, 2025

দেশের সেরা বাংলা, ঋণ পরিশোধেও মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ল রেকর্ড

Date:

সর্বক্ষেত্রেই শীর্ষে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তরতরিয়ে এগিয়ে চলেছে বাংলার উন্নয়ন। শিল্প থেকে কৃষি, সংসদে নারীশক্তি থেকে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী— সর্বত্রই সেরার আসনে বাংলার মা-মাটি-মানুষের সরকার। ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষেত্রেও দেশের সেরার স্থান অর্জন করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। সম্প্রতি নিউটাউনে সরস মেলার উদ্বোধন করে সেই পরিসংখ্যান পেশ করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মহিলারা ক্ষমতায়নের শীর্ষে পৌঁছেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী নারী-কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তাঁর জনকল্যাণমূলক পরিকল্পনায় এমন কিছু প্রকল্প তিনি চালু করেছেন, যার সুফল ভোগ করছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের উন্নয়ন-গ্রাফের সঙ্গে তাই ছুটতে পারছে না অন্য রাজ্যগুলি। এই লড়াইয়ে পিছিয়ে পড়ছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিও।

কেন্দ্রের পরিসংখ্যানই বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। মুখ্যমন্ত্রীর অনুপ্ররেণায় বাংলাজুড়ে কর্মসংস্থান গড়ছে ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী। নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস মেলার উদ্বোধন মঞ্চে পরিসংখ্যান সহযোগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির সাফল্যের কথা তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, বাংলায় ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা দেশের মধ্যে সর্বাধিক। প্রায় ১১ লক্ষ গোষ্ঠীকে চলতি অর্থবর্ষে ৩০ হাজার কোটি টাকা ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ২০২৪-এর নভেম্বর পর্যন্ত ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা ছাড়া হয়ে গিয়েছে। এর থেকেও বড় কথা হল, এই ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষেত্রে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি দেশের মধ্যে সেরা। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। ঋণ অনাদায়ও মাত্র ১.৪১ শতাংশ। দেশের সমস্ত রাজ্যের তুলনায় সর্বনিম্ন এই হার। মন্ত্রীর কথায়, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামের মাধ্যমে শ্রেষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি কাজের সুযোগ তৈরি করে দিতে সরস মেলা থেকে ১০ কোটি টাকা মূল্যের একটি বিশেষ প্রকল্পের সূচনা হয়। উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে রাজ্যের গোষ্ঠীগুলির প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা বৃদ্ধি করেছে। বাংলার অর্থনীতিকে এভাবেই এগিয়ে দিচ্ছে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি। বাংলায় মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিই মূল চালিকাশক্তি। কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টেই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বাংলায় তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। এই সেক্টরে মহিলা উদ্যোক্তার সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা।

আরও পড়ুন- কুয়াশা-তুষারপাতে নিম্নচাপের খোঁচা, বড়দিনেও বৃষ্টির পূর্বাভাস!

 

 

 

 

 

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version