Monday, August 25, 2025

প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্থাপ্পা, কী বললেন তিনি ?

Date:

মুখ খুললেন রবিন উত্থাপ্পা। জানালেন প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারিতে তিনি কোনভাবেই যুক্ত নন। এই নিয়ে এদিন একটি বিবৃতিও দেন রবিন। গতকালই রবিনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণার। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা না করানোর। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। টাকার ২৩ লাখ টাকার বেশি।

এই নিয়ে উত্থাপ্পা বলেন, “ ২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনও ভূমিকা পালন করিনি।“

এখানেই না থেমে উত্থাপ্পা আরও বলেন, “ আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি। পিএফের টাকা জমা না দেওয়া নিয়ে এর আগে পিএফ কর্তৃপক্ষ আগেও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমার আইনি দল জবাব দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমার এই প্রতারণার সঙ্গে কোনও যোগাযোগ নেই। তারপরেও তাঁরা আমার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। আমার আইনি দল পুরো বিষয়টা দেখছে। ওরাই আগামী দিনে পদক্ষেপ করবে। আমি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানাচ্ছি পুরো বিষয় না জেনে কোনও খবর পরিবেশন করবেন না।“

আরও পড়ুন- জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কী বললেন লাল-হলুদ কোচ ?

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version