Wednesday, May 7, 2025

প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্থাপ্পা, কী বললেন তিনি ?

Date:

মুখ খুললেন রবিন উত্থাপ্পা। জানালেন প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারিতে তিনি কোনভাবেই যুক্ত নন। এই নিয়ে এদিন একটি বিবৃতিও দেন রবিন। গতকালই রবিনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণার। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা না করানোর। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। টাকার ২৩ লাখ টাকার বেশি।

এই নিয়ে উত্থাপ্পা বলেন, “ ২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনও ভূমিকা পালন করিনি।“

এখানেই না থেমে উত্থাপ্পা আরও বলেন, “ আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি। পিএফের টাকা জমা না দেওয়া নিয়ে এর আগে পিএফ কর্তৃপক্ষ আগেও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমার আইনি দল জবাব দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমার এই প্রতারণার সঙ্গে কোনও যোগাযোগ নেই। তারপরেও তাঁরা আমার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। আমার আইনি দল পুরো বিষয়টা দেখছে। ওরাই আগামী দিনে পদক্ষেপ করবে। আমি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানাচ্ছি পুরো বিষয় না জেনে কোনও খবর পরিবেশন করবেন না।“

আরও পড়ুন- জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কী বললেন লাল-হলুদ কোচ ?

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...
Exit mobile version