Thursday, August 21, 2025

হামলার পর বাড়ি থেকে দুই সন্তানকে নিরাপদ আশ্রয়ে সরালেন আল্লু অর্জুন

Date:

হায়দরাবাদের পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় এবার হামলার শিকার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে হায়দরাবাদে নায়কের জুবিলি হাউসে পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় দুই সন্তানকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

শুধু তাই নয়, নিহতের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। উল্লেখ্য, যদিও এর আগে সেই নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু।

এই দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির সীমানা দেওয়ালের ওপর উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। একদল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন আল্লু অর্জুন।

তাই তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। দেখা যায়, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। জানা গিয়েছে, দুই সন্তানকে আল্লুর বাবা-মা এর কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। অল্লু সেখানে উপস্থিত হওয়ার পরেই ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তার চার বছরের সন্তান এখনও কোমায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে অল্লুর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন।
দরজার বাইরে থেকেই অল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টম্যাটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলি তুলে মাটিতে আছাড় মেরে তা ভাঙা হয়। এরপর আর কোনও ঝুঁকি নিতে রাজি হননি অভিনেতা।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version