ত্রিপুরা হয়ে কলকাতায় আসার চেষ্টা, আগরতলা রেল স্টেশনে গ্রেফতার ৩ বাংলাদেশি

ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে

বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এই আবহে ত্রিপুরায় গ্রেফতার ২ জন বাংলাদেশি। আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এই দুই ব্যক্তিকে। আগরতলা জিআরপিএস, আরপিএফ, বিএসএফ ও গোয়েন্দা দফতরের একসাথে অভিযানের মাধ্যমে এই ২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর, আজ সোমবার এই ৩ ব্যক্তিকে আদালতে পেশ করা হবে ।

ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। ৩ জন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আগরতলা রেল স্টেশন চত্বরে। এদের মধ্যে ২ জন বাংলাদেশের নোয়াখালি জেলার বাসিন্দা। একজনের বয়স ১৯ বছর, নাম সুজন দাস। অন্যজনের বয়স ২০ বছর, নাম বিষ্ণু চন্দ্র দাস। আর একজন বাংলাদেশের হাবিগঞ্জ জেলার বাসিন্দা মহম্মদ মালেক, যার বয়স ৩০ বছর। পুলিশ এই সন্দেহভাজনদের আটক করে।।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিন যুবক স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে আগরতলার কোনও সীমান্ত দিয়ে। কিন্তু কোন এলাকা দিয়ে তারা ঢুকেছে তা এখনও স্পষ্ট ভাবে জান যায়নি। ধৃত ৩ জনের দাবি, কাজের খোঁজে কলকাতায় পাড়ি দেওয়ার কথা ছিল তাদের।

আগরতলা রেল স্টেশন থেকে রবিবার বিকেলেই ট্রেনে করে কলকাতা আসার কথা ছিল তাদের। তবে সত্যিই কাজের খোঁজে তারা কলকাতায় আসছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এদের কেউ পাঠিয়েছে কিনা তাও জানার চেষ্টা হচ্ছে। এর পিছনে অন্য কারও হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

আগরতলা রেল স্টেশনে এর আগেও বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছে। অন্যান্য অনেক রেল স্টেশন থেকেও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতার হয়েছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা।