Tuesday, December 16, 2025

ইরান থেকেও অনুপ্রবেশ! নতুন তিন গ্রেফতারিতে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের নজরদারিতে

Date:

এবার খোঁজ মিলল ইরান থেকে আসা এক অনুপ্রবেশকারীর। সাম্প্রতিক বাংলাদেশ ইস্যুতে অনুপ্রবেশের আশঙ্কায় এতদিনে হঠাৎই তল্লাশিতে নেমেছে বিএসএফ (BSF) থেকে কেন্দ্রের একাধিক এজেন্সি। সেরকম তল্লাশিতেই উত্তর চব্বিশ পরগণা (North 24 Parganas) থেকে এবার ধরা পড়ল তিন অনুপ্রবেশকারী। ভারতের থাকার কোনও রকম বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ইরানের বাসিন্দা। সুদূর ইরান থেকেও কীভাবে অনুপ্রবেশ, এবার স্বরাষ্ট্র মন্ত্রকের নজরদারিতেই উঠছে প্রশ্ন।

উত্তর চব্বিশ পরগণার জল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশের সময় তিনজনকে রবিবার রাতে গ্রেফতার করে বিএসএফ (BSF)। সামসেরনগরের সীমান্তে তিনজনকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে প্রবেশের সময় তাদের পরিচয়পত্র দাবি করা হলে তারা সঠিক পরিচয়পত্র (identity proof) দেখাতে পারেনি বলে দাবি বিএসএফের (BSF)। একজনের থেকে ইরানের (Iran) পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তার ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেও জানা যায়।

পরিচয়পত্র ছাড়া ভারতে প্রবেশে উত্তর চব্বিশ পরগণার যে সীমান্তকে ব্যবহার করা হয়েছে তাতে ধৃতরা এতটাই সাবলিল যা থেকে বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। কালিন্দী নদী (Kalindi river) পেরিয়ে সহজে যাতায়াতের যে পথ অনুপ্রবেশকারীরা (illegal immigrant) বেছে নিয়েছে, সেখানে এতদিন কেন তৎপরতা দেখায়নি বিএসএফ, উঠেছে প্রশ্ন। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে (Basirhat Court) তোলা হয়। সেখানে জানা যায়, কাপড়ের ব্যবসায়ী হিসাবে উত্তর চব্বিশ পরগণার সামসেরনগর এলাকায় থাকত তারা।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version