বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের

মদ্যপ পুত্রের হাত থেকে মা-বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলা কাউন্সিলর। নেশাগ্রস্তের মারে মাথা ফাটল ব্যারাকপুরের (Barrackpur) সরকারবাগানের কাউন্সিলর জ্যোতি চক্রবর্তীর (Jyoti Chakraborty)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

ব্যারাকপুরের (Barrackpur) ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর ও বন্দনা সরকারের ছেলে শুভঙ্কর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নেশার টাকার দাবিতে প্রতিদিন বৃদ্ধ মা-বাবা মারধর করেন। রবিবার রাতেও বৃদ্ধ দম্পতিকে শুভঙ্কর মারধর করছে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী। অভিযোগ, যুবককে বাধা দিতে গেলে তিনি জ্যোতিকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন।

ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রক্তাক্ত জ্যোতিকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। কাউন্সিলরের (Councilor) কথায়, “রোজ এমন ঘটনা ঘটলেও গত রাতে মাত্রা ছাড়িয়ে যায়। একটি শক্ত লাঠি নিয়ে অসুস্থ বাবা মাকে মারতে যায় ওই যুবক। আমি বাঁচাতে গেলে আমার ওপর চড়াও হয়ে মাথায় মারে।”

ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন বৃদ্ধ সরকার দম্পতি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভঙ্কর। তদন্ত শুরু করেছে পুলিশ।