Sunday, January 11, 2026

ক্ষমা চান শাহ: আম্বেদকর-অবমাননায় গর্জে উঠলেন উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

যে অবমাননা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদে থেকে দেশের সংবিধান প্রণেতাকে করেছেন অমিত শাহ (Amit Shah), তার প্রতিকার হিসাবে তাঁর ক্ষমা চাওয়া নয়তো পদত্যাগই একমাত্র পথ। এই দাবিতেই সোমবার গর্জে উঠল কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। কাউন্সিলর অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) নেতৃত্বে মিছিল-পথসভায় একটিই দাবি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, যতক্ষণ না অমিত শাহ জঘন্যতম অপরাধের জন্য ক্ষমা না চাইছেন, ততক্ষণ রাজপথ ছাড়বে না তৃণমূল।

রাজ্যসভায় বি আর আম্বেদরকরের (B R Ambedkar) অবমাননার পরে প্রথম তৃণমূলের পক্ষ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের (impeachment) অভিযোগ আনা হয়। গোটা দেশে বিজেপির ভারতের সংস্কৃতি বিরোধী নীতির বিরুদ্ধে সবথেকে বেশি সরব হতে এভাবেই তৃণমূলকে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে দীনেন্দ্র স্ট্রিটের মিছিল থেকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি সংবিধানের স্পিরিটের বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সংসদের বাইরে ও ভিতরে তৃণমূল সাংসদরা প্রতিবাদ করেছেন। সোমবার তাঁরই নির্দেশে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল কর্মীরা।

২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পক্ষ থেকে সোমবার মানিকতলা মোড় থেকে রাজাবাজার (Rajabajar) হেল্থ সেন্টার পর্যন্ত দীনেন্দ্র স্ট্রিট পর্যন্ত মিছিল হয়। কাউন্সিলর অয়ন চক্রবর্তী (Ayan CHakraborty) দাবি করেন, বিজেপি ভারতের সংস্কৃতি ভোলাতে এসেছে। তাদের একটাই দৃষ্টিভঙ্গি দুটো ধর্মের মধ্যে ভাগ করে দেওয়া। নিজেদের মতো করে আইন শৃঙ্খলা তৈরি করতে চাইছে তারা। সেই জন্য সংবিধানকে অবমাননা করতেও পিছপা হয় না তারা। এই জঘন্য অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। নাহলে পদত্যাগ করতে হবে।

বিজেপি যে শুধুমাত্র সংবিধান বিরোধী পদক্ষেপেই দেশের ক্ষতি করছে এমন নয়। তৃণমূলের পক্ষ থেকে তুলে ধরা হয় কীভাবে দেশের সাধারণ মানুষের ক্ষতি করছে জনবিরোধী সরকার। কুণাল ঘোষ সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, বিজেপি আমলের দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামছাড়া। সেই সঙ্গে জনগণের সুবিধার্থে জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের পথেও যাচ্ছে না বিজেপি সরকার। এই জনবিরোধী বিজেপিকে থামাতে গেলে শুধুমাত্র তৃণমূল মডেলেই যে কাজ করতে হবে তা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I.N.D.I.A. জোট শরিকদের ক্ষেত্রেও বারবার সেটা প্রমাণিত হয়েছে। সেই পথের প্রচারই অমিত শাহের পদত্যাগের সঙ্গে সঙ্গে সোমবার দিনভর কাউন্সিরলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে চালাবেন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...