মাথায় কিন্তু গত্ত! নাম না করে কাদের ঠুকলেন ‘সন্তান’ ঋত্বিক? ‘খাদান’ থেকে উঠল প্রতিবাদ

শীতের চাদর গায়ে মুড়ে একই সঙ্গে রিলিজ করেছে চার চারটে বাংলা ছবি। হল পাওয়া নিয়ে প্রথমে দক্ষিণী ছবি ’পুষ্পা ২’-র সঙ্গে সমস্যা তৈরি হলেও, বেশ ভালোই চলছে বাংলা ছবিগুলি। তবে, দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দু-ধরনের হল পেলেও মিঠুন, ঋত্বিকের ’সন্তান’ (Shontaan) দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিন পায়নি। তাতে ক্ষোভ রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে দেব-ভক্তদের পোস্ট নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সেই নিয়ে উল্টে তাঁকেও ট্রোল হতে হল।

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’- বড়দিনের মরসুমে চলছে চারটি বাংলা ছবি। খাদান দেখে দেব-ভক্তদের পোস্ট- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”। সেই পোস্টকে কটাক্ষ করে ঋত্বিক (Ritwick Chakraborty) লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!“ এর পরেই তিনি লেখেন, ”আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।” দেবের নাম না করলেও, এটা যে তাঁকে উদ্দেশ্যে করেই কটাক্ষ করেছেন ঋত্বিক সেটা বোঝাই যাচ্ছে।

আর এর পরেই রে রে করে উঠেছেন দেব-ভক্তরা। ‘খাদান’ দেখার পরামর্শ দিলেন তাঁরা। একদিকে যখন বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। তবে, ব্যবসার নিরিখে সন্তানের থেকে কয়েক কদম এগিয়ে খাদান। কিন্তু দিন দুয়েকেই ২ কোটির উপর ব্যবসা করেছে দেবে ছবি। বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে অঙ্কটা নেহাত কম নয়। আর হলে দর্শকের আবেগকে ছুঁলেও সন্তানের লক্ষ্মীলাভের পরিমাণ সেই রকম নয়। আর তাতেই বোঝহয় গোঁসা ‘গোরার‘। তবে, বাংলায় বড়দিন একসাথে চারটে বাংলা ছবির মুক্তিই একটা বড় ঘটনা- মত চিত্র সমালোচকদের।