Wednesday, August 20, 2025

ফের  হাইকোর্টে পার্থ-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাঘ্যায়, শান্তি প্রসাদ সিনহা,অশোক কুমার সাহাদের। যদিও এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ নিজেও জামিনের জন্য বহুবার আর্জি জানিয়েছেন। কিন্তু এবারও হল না। এর আগে পার্থর জামিন নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারুপতি দ্বিমত পোষণ করেছিলেন। তারা এই মামলা পাঠিয়ে দেন তৃতীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। মামলায় শুনানি শেষ হলেও রায় দান স্থগিত ছিল। তবে হল না জামিন।

মঙ্গলবার আদালতে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তদের ছেড়ে দিলে ছাত্রদের ওপর অবিচার হবে। একজন মন্ত্রীর যে দুর্নীতি সামনে এসেছে, আজ তাকে ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে। এই কারণেই মূলত পাঁচজনের জামিন খারিজ করেন বিচারপতি। বস্তুত, ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন খারিজ হল তার।

এরই পাশাপাশি,, যে প্রক্রিয়ায় অযোগ্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে, তা নিয়ে এদিন কড়া মন্তব্য করে আদালত। বলা হয়, এমন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হলে, সমাজের উপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আদালত। সেই কারণেই জামিনের আবেদন খারিজ করা হয়।আজও পার্থদের বিরুদ্ধে চার্জগঠন করতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নিয়ে ED-কে তীব্র ভর্ৎসনা করল ব্যাঙ্কশাল কোর্ট। আধিকারিকদের ঢিলেমির জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন বিচারক। প্রয়োজনে রাত জেগে কাজ করতে বললেন আধিকারিকদের।

 

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...
Exit mobile version