Sunday, August 24, 2025

ধর্ষণের ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে, নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

ধর্ষণ মামলায় নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে। যে কোনও ধরনের যৌন নির্যাতন, অ্যাসিড হামলা এবং নাবালক-নাবালিকা নির্যাতনের মামলার (পকসো) ক্ষেত্রেও আক্রান্তদের অবশ্যই এই সুবিধা দিতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।এই তালিকায় শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির জন্য এই নির্দেশ কার্যকর হবে।আদালত মনে করিয়ে দিয়েছে যে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৯৭ ধারায় আগে থেকেই এই বিষয়ে উল্লেখ রয়েছে।

সেই আইন অনুসারে, সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল বা অন্য কোনও স্বাস্থ্য ক্ষেত্রে নির্যাতিতাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং অন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে হবে। সাবেক ফৌজদারি দণ্ডবিধির (সিআরপিসি) ৩৫৭ সি ধারাতেও এই বিষয়ে বলা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এটি মানা হচ্ছে না বলে অভিযোগ এসেছে দিল্লি হাইকোর্টে।

সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চে এক কিশোরীকে যৌন নির্যাতনের মামলার শুনানি চলছিল। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে একাধিক বার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ওই মামলার শুনানির সময়েই আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে নির্যাতিতাকে।চিকিৎসা পরিষেবার মধ্যে কী কী অন্তর্ভুক্ত হবে, তারও ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়, হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা, বহির্বিভাগে চিকিৎসা সংক্রান্ত সহায়তা, শারীরিক পরীক্ষা, অস্ত্রোপচার এবং প্রয়োজনে কাউন্সেলিংও করতে হবে। নির্যাতিতা হাসপাতালে গেলে বিনামূল্যে এই পরিষেবা না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দিতে পারে না বলেও জানিয়েছে আদালত।

এরই পাশাপাশি, আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, যৌন নির্যাতনের শিকারদের বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করলে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানার মুখে পড়তে হবে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version