Thursday, July 3, 2025

বিমানে বসে চা খেতে পকেটে টান পড়ে। কারণ এক কাপ চায়ে চুমুক দিতে অনেক টাকাই খরচ হয়। সেখানে যদি ঘরে তৈরি চা পাওয়া যায়, তাও ওই উচ্চতায় তা স্বর্গতুল্য তো বটেই। কিন্তু এমনটা কখনও হয় না কি! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্ডিগোর বিমানেই ধরা পড়েছে ওই বেনজির দৃশ্য। এক যাত্রীকে দেখা গিয়েছে বিমানের মধ্যে সহযাত্রীদের চা পরিবেশন করতে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

যদিও ৩৬ হাজার ফুট উচ্চতায় বসে এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রেন যাত্রার। ওই ভিডিওতে দেখা যায়, ইন্ডিগো বিমানের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দু’জন ব্যক্তি ডিসপোজেবল কাপে চা পরিবেশন করছেন। ট্রেনে যেভাবে ‘গরম চায়ে, গরম চায়ে’ হেঁকে ডেকে চা পরিবেশন করা হয়। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, আবার কেউ কড়া সমালোচনাও করেছেন। যারা সমালোচনা করেছেন, তাদের বেশিরভাগেরই মন্তব্য, নিয়ম-কানুন সব গেল কোথায়? নিরাপত্তার মধ্যে দিয়ে এত পরিমাণ চা নিয়ে আসা কীভাবে সম্ভব?

দৃশ্যটিকে ভারতীয় ট্রেনের ঐতিহ্যবাহী বিক্রেতাদের সঙ্গে তুলনা করে একজন সোশাল ইউজার মজা করে বলেছেন, ‘শীঘ্রই চাটও বানানো হবে।’ আরেকজন অবশ্য হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এ কারণেই বিদেশিরা ভারত সম্পর্কে খারাপ কথা বলছে। দয়া করে আচরণ ঠিক করুন।’ বিমানে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। এমনকী নিরাপত্তার কারণে যাত্রীদের জলের বোতল নিয়েও বিমানে উঠতে দেওয়া হয় না। বিমানে ওঠার পর এসবই দেওয়া হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে। সেখানে ওই ব্যক্তি ১ লিটারের ফ্লাক্সের মধ্যে কী করে গরম চা নিয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকদের একাংশ।

Related articles

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...
Exit mobile version