Saturday, May 3, 2025

মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন নয়, খাদ্য দফতরের বিজ্ঞপ্তি জারি

Date:

রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না-থাকলে তা করতে হবে হবে গ্রাহকদের। অনেক রেশন গ্রাহকের মোবাইল নম্বর না-থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিসেম্বরের পর থেকে কী হবে, সেই ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি।

খাদ্য দফতর আরও জানিয়েছে, বিগত কিছুদিন ধরেই গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা করেছে খাদ্য দফতর। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, মোট ২ কোটি ৯ লক্ষ পরিবার গ্রাহক হিসেবে থাকলেও ১ কোটি ৩২ লক্ষ পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এই কারণে রেশন কারচুপির সন্দেহ দানা বেঁধেছে দফতরের মনে। তাই স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে দফতর। জানা গিয়েছে, রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দফতর। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনিপেয়েছেন তা জানানো হবে ওই নম্বরেই।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version