Saturday, May 3, 2025

তথ্যের অধিকার আইনে আটকে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্যান্টিয়াগো মার্টিনের যে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করেছে, তা থেকে তথ্য সংগ্রহ করতে ইডি-র উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিভিন্ন সংস্থার ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করা হয়। সেই সব ডিভাইসগুলি সংস্থাগুলির ব্যক্তিগত তথ্য গোপণ রাখার কাজ করে। সেক্ষেত্রে এই সব ডিভাইস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব ডিভাইসের তথ্য পেতে পারে কি না, তা নিয়ে নির্দেশ চেয়ে আবেদন জানায় অ্যামাজন (Amazon), নিউজক্লিক (Newsclick) সহ দুই দুই সংস্থা, যার মধ্যে একটি ফিউচার গেমিং (Future Gaming)। ২০২৩ সালে দিল্লি পুলিশ (Delhi Police) স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং-এর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তার পাল্টা সেই সব ডিভাইসে রাখা তথ্য প্রকাশ করা ‘তথ্য গোপণ রাখার অধিকার’ আইনের পরিপন্থী বলে দাবি করে ফিউচার গেমিং।

একই আবেদন অ্যামাজন, নিউজক্লিকের। পিটিশনাররা তাদের “সংবিধানিক এবং মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার” রক্ষা করার আবেদন জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, “ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসে সঞ্চিত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং এটি ব্যক্তির জীবনের বিষয়ে যেকোনো তথ্য প্রকাশ করে।” সুপ্রিম কোর্টের আদেশে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সান্টিয়াগো মার্টিন এবং তার কোম্পানির কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য অ্যাক্সেস বা কপি করতে পারবে না। সেই সঙ্গে পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে ইডি-র সমনেও স্থগিত করেছেন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের ডিজিটাল ডিভাইস থেকে তথ্য বের করার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version