Saturday, May 3, 2025

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করাই বিজেপি সরকারের ইউএসপি। কোথাও হাইওয়ে, কোথাও দ্রুতগতির ট্রেনলাইন পাতার জন্য লক্ষ লক্ষ গাছ, এমনকি অরণ্য ধ্বংস করতে পিছপা হয়নি মোদি সরকার। এবার যে বন্য জীবজন্তুর সঙ্গে ফটোসেশনের মাতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তাদেরকেই বিপদে ফেলে তৈরি করছেন দুই নদীকে জোড়ার প্রকল্প (river linking project)। তাতে মানুষের ভরসা পেতে আবার জুড়েছেন বি আর আম্বেদকরের (B R Ambedkar) নামও।

অটল বিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে নদী সংযুক্তিকরণের প্রকল্পের (river linking project) উল্লেখ করেছিলেন। এবার সেই প্রকল্প বাস্তবে করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। কেন নদী (Men river) ও বেতোয়া নদীকে (Betwa river) যুক্ত করে দুই বিজেপি শাসিত রাজ্যকে ফায়দা দিতে চলেছেন। মোদির দাবি এতে প্রায় ৬০ লক্ষ মধ্যপ্রদেশ (Madhyapradesh) ও উত্তর প্রদেশবাসীর (Uttarpradesh) জল সংকট দূর হবে।

বাস্তবে এই প্রকল্পের সার্ভে হওয়ার সময় দেখা গিয়েছিল এতে বিপন্ন হবে পান্না ব্যাঘ্র প্রকল্পের (Panna Tiger Reserve) মূল এলাকার দশ শতাংশ জমি। ২০০৯ সালে পান্না থেকে বাঘ একেবারে নির্মূল হয়ে গিয়েছিল। এরপরই ওই ব্যাঘ্র প্রকল্পে বাঘ সংরক্ষণের কাজ শুরু হয়। বর্তমানে ৯০-এর বেশি বাঘের চারণভূমি পান্না ব্যাঘ্র প্রকল্প। মোদির নদী জোড়ার প্রকল্পের জন্য জঙ্গল তো বটেই, তার ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের পশু পাখির পাশাপাশি বিপন্ন হবে এবার বাঘ। পরিসংখ্যান তুলে ধরে এই দাবি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh)।

তবে প্রকৃতি বাঁচাতে উদ্যোগী না হলেও সাম্প্রতিক আম্বেদকার বিতর্কে দলকে বাঁচাতে তৎপর মোদি। তাই এই নদী জোড়ার প্রকল্পেও আম্বেদকরকেই (B R Ambedkar) শিখন্ডী হিসেবে দাঁড় করালেন তিনি। মোদির দাবি আম্বেদকর চেয়েছিলেন ভারতের জলসম্পদকে সম্পৃক্ত এবং সুষ্ঠু জলাধার পরিচালন। সেই জন্যই তিনি এই নদী জোড়ার মধ্যে দিয়ে জল সংরক্ষণের পথে, বলে সাফাই দেন।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version