Tuesday, November 4, 2025

মধ্যমগ্রামের শিশুদের ‘সান্তা’ উইমেন্স কলেজের MA সাংবাদিকতা বিভাগ

Date:

Share post:

শিক্ষা জাগায় চেতনা। আর চেতনার প্রকাশ দেখা গেল উইমেন্স কলেজ ক্যালকাটা (Women’s College, Calcutta) স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন (MA, Journalism and Mass Communication) বিভাগের ছাত্রীদের অনুষ্ঠানে। সান্টাক্লজের মতোই সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটালেন তাঁরা। মধ্যমগ্রামের (Madhyamgram) “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে উপহার তুলে দেন।

গতবছর শোভাবাজার (Sobhabazar) ফুটপাতের শিশুদের হাতে তারা এই উপহার তুলে দিয়েছিল সাংবাদিকতা ও গণজ্ঞাপন ছাত্রীরা। ছোটবেলার সান্তা হিরোর গল্পও বাস্তব হয়ে উঠল এদিন। এ বছর মধ্যমগ্রামের “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে নিজেদের পকেটমানির পয়সা বাঁচিয়ে শীতের টুপি এবং শীতবস্ত্র কম্বল তুলে দিল। অনাথ শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সময় কাটান তাঁরা। ক্রিসমাসের আনন্দ, গল্পে, কবিতায়, আড্ডায়। আর ছোটছোট শিশুদের বোঝাবে লেখাপড়ার কোনও বিকল্প নেই, যেন তারা কেউ স্কুলছুট হয়ে পালিয়ে না যায়- সে বিষয়েও বার্তা দেন।

ছাত্রীদের সঙ্গে ছিলেন অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী এবং স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের কোঅর্ডিনেটর ড. বিশ্বজিৎ দাস।

অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী বিশ্বাস বলেন, “সাংবাদিকতার যাত্রীদের এই অভিনব প্রয়াস প্রশংসনীয়। সমাজের সব স্তরের মানুষকে তারা অনুপ্রাণিত করছে। আগামীদিনে তারাই দেশ তৈরির কারিগর। এমন কোটি কোটি সান্তা ছড়িয়ে পড়ুক রাজ্যে, দেশে।” আগামী দিনে এই ছাত্রীরাই সাংবাদিকতায় নতুন দিশা আনবে এবং সমাজের প্রান্তিক অঞ্চলে পৌঁছে যাবে যাতে সামগ্রিক মঙ্গল হয়- মত অধ্যাপক দাসের।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...