Wednesday, May 7, 2025

ভাইকে অডিওবার্তায় ভিনরাজ্যে না যাওয়ার অনুরোধ, এইমস ভুবনেশ্বরে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

Date:

ভাইকে ভিন রাজ্যে পড়তে না যাওয়ার সতর্কবার্তা দিয়ে আত্মঘাতী ছাত্র। এইমস ভুবনেশ্বরে হস্টেলের ঘর থেকে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রত্নেশকুমার মিশ্র (২১)। দেহের পাশে পাওয়া গিয়েছে ভাইয়ের জন্য রেখে যাওয়া শেষ অডিয়োবার্তা, ‘‘ডাক্তার হও, কিন্তু কোনওদিন নিজের রাজ্য ছেড়ে ভিন্‌রাজ্যে যেও না!’’

অসমের ডিব্রুগড়ের বাসিন্দা রত্নেশ এম্‌স ভুবনেশ্বরের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বুধবার হস্টেলের বি ব্লকের ৫০২ নং ঘর থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল ওই ছাত্রের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। মঙ্গলবার বাবার সঙ্গে অসম থেকে ভুবনেশ্বরে ফিরেছিলেন রত্নেশ। বাবা কলেজের কাছেই একটি হোটেলে উঠেছিলেন। বুধবার পরীক্ষার পর ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার কথা হয়। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বার বার ফোন করেও ফোনে পাওয়া যায় নি সেই ছাত্রকে। তড়িঘড়ি ছেলের হস্টেলে পৌঁছন তিনি। বেশ কিছুক্ষন ডাকাডাকির পর কয়েক জন আবাসিক ছাত্রের সাহায্যে দরজা ভেঙে দেখা যায় পড়ে রয়েছে সেই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দারিদ্রতার কারণে ছেলের পড়াশোনার খরচ সামলাতে রত্নেশের বাবা তাঁদের জমি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিন আগেই। এরপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই পড়ুয়া। ভিনরাজ্যে মাসের পর মাস পরিবারের থেকে দূরে থাকার কারণে মানসিক ভাবে আরও ভেঙে পড়ছিলেন তিনি। মৃত্যুর আগে অসমে ভাইকে একটি অডিয়োবার্তা পাঠিয়ে রত্নেশ বার বার বাবাকে জমি না বিক্রি করতে অনুরোধ জানিয়েছেন। পরিবার সূত্রে খবর, রত্নেশের ভাইও বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। ভাইকে তিনি বলে গিয়েছেন, ভিনরাজ্যে না গিয়ে অসমে থেকেই ডাক্তারি পড়তে। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রের আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version