নিয়োগ মামলায় আদালতে নথি পেশ ইডির, শুরু চার্জ গঠন

যার জেরে আজ আর কোনও বাধা থাকল না চার্জ গঠনে

নিয়োগ মামলায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ মামলায় অভিযুক্ত ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করল ইডি।আজ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে নিয়োগ দুর্নীতি মামলায় জমা দেওয়া হল প্রয়োজনীয় নথি। এর আগেও চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছিল ইডির তরফে। কিন্তু নিয়োগ মামলায় বেশ কয়েকজনের জেল মুক্তি হয়েছে, তাদের সবাইকে আদালতে হাজির হতে বলা হয়েছিল।

তবে সেদিন নির্ধারিত সময়ে জেলবন্দি এবং জামিনে মুক্ত সকলে আদালতে হাজির হননি। যার জেরে সেদিন গঠন করা যায়নি চার্জ। সেদিনই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ২৬ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করা হচ্ছে। সেদিনকে সমস্ত অভিযুক্ত, জেলবন্দি এবং জামিনে মুক্ত প্রত্যেককে আদালতে হাজির থাকতে হবে বলে জানানো হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী আজ আদালতে নিয়োগ মামলায় সমস্ত অভিযুক্ত হাজিরা দেন। শুধু তাি নয়, পার্থ এবং অর্পিতার দেকা হলেও কোনও কথা হল না। ইডি নছি জমা দেওয়ায় আজ আর কোনও বাধা থাকল না চার্জ গঠনে।

প্রসঙ্গত, গত সোমবার থেকেই নিয়োগ মামলায় শুরু হয় চার্জ গঠন করার প্রক্রিয়া। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে নিয়োগ মামলায় প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়। যার জেরে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে বিচারকের ভর্ৎসনার মুখে পরতে হয়।ইডিকে তীব্র ভর্ৎসনা করে ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, বৃহস্পতিবারের মধ্যে আদালতে সমস্ত নথি পেশ করতেই হবে। প্রয়োজনে সারারাত বসে কাজ করুন। আর তারপরেই বৃহস্পতিবার শুরু হল নিয়োগ মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া।

পার্থ-সহ নিয়োগ মামলায় ৫৪ জনের নাম রয়েছে। অনেকে জামিনে মুক্ত। আদালতের নির্দেশে এদিন সকলেই আদালতে হাজির হয়েছেন। এরপরই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। শুরুতে অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা ইডিকে পড়ে শোনাতে বলেন বিচারক। সেখানেই ইডির তরফে জানানো হয়, অভিযুক্তদের তালিকায় প্রথম নামটি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। দু’নম্বরে রয়েছে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের।

ইডির তরফে এদিন আদালতে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই।তার নির্দেশেই নাকি নিজের দুটি ফ্ল্যাটে অর্পিতা ওই বিপুল পরিমাণ টাকা রেখেছিলেন। এমনকী বেনিয়ম ঢাকতে পার্থ একাধিক ভুয়ো সংস্থাও খুলেছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। আদালত সূত্রে জানা গিয়েছে, চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলে শুরু হবে বিচার প্রক্রিয়া।