Thursday, August 21, 2025

ভাবতে পারেন স্ত্রীকে ভালবাসা জানানোর জন্য প্রেমিক চুরির আশ্রয় নিল! ধরা পড়েও কোনও লজ্জা নেই। থাকবেই বা কেন।ভালবাসার মানুষের জন্য চুরি করেছে সে। তাও এমন একটা জিনিস, জানলে অবাক হয়ে যাবেন।পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। যদিও সেটা শেষপর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিতে পারেন নি। কারণ, কপালের ফেরে রাস্তাতেই সেটি ভেঙে যায়।

ঘটনাটা খুলে বললেই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা থেকে চুরি করলেন স্বামী।কিন্তু ভালোবাসার প্রতীকটি বাড়ি নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। তখন তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। যুবকের মুখে চুরির কারণ শুনে ততক্ষণে হতবাক পুলিশও।জেরায় যুবক জানান, পরিকল্পনা ছিল ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন।আর সেই কারণেই এলইডি বোর্ডের ‘লভ’ চিহ্নটির দিকে নজর যায় যুবকের।

অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনির কথা জেনে, পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।এমনকী আর চুরি না-করার শপথও নেন।সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি মনে করতে পারছেন না এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সিউড়িতে সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান পুরপ্রধান।পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version