Sunday, November 9, 2025

ভাবতে পারেন স্ত্রীকে ভালবাসা জানানোর জন্য প্রেমিক চুরির আশ্রয় নিল! ধরা পড়েও কোনও লজ্জা নেই। থাকবেই বা কেন।ভালবাসার মানুষের জন্য চুরি করেছে সে। তাও এমন একটা জিনিস, জানলে অবাক হয়ে যাবেন।পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। যদিও সেটা শেষপর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিতে পারেন নি। কারণ, কপালের ফেরে রাস্তাতেই সেটি ভেঙে যায়।

ঘটনাটা খুলে বললেই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা থেকে চুরি করলেন স্বামী।কিন্তু ভালোবাসার প্রতীকটি বাড়ি নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। তখন তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। যুবকের মুখে চুরির কারণ শুনে ততক্ষণে হতবাক পুলিশও।জেরায় যুবক জানান, পরিকল্পনা ছিল ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন।আর সেই কারণেই এলইডি বোর্ডের ‘লভ’ চিহ্নটির দিকে নজর যায় যুবকের।

অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনির কথা জেনে, পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।এমনকী আর চুরি না-করার শপথও নেন।সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি মনে করতে পারছেন না এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সিউড়িতে সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান পুরপ্রধান।পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন।

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version