Wednesday, August 27, 2025

মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় রাষ্ট্রপতি লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি শিক্ষা এবং প্রশাসনের জগতেও সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনকে শ্রদ্ধা জানাই এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

নিজের এক্স হ্যান্ডেলে নিজের পূর্বসূরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী লেখেন, ”দেশের অন্যতম সেরা একজন নেতা মনমোহন সিংয়ের প্রয়াণে আমি শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়েছিলেন তিনি। ছিলেন একজন বিশিষ্ঠ অর্থনীতিবিদও। অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন তিনি। ছিলেন দেশের অর্থমন্ত্রীও”। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী লেখেন, রাজ্য পরিচালনায় বিভিন্ন বিষয় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতা হত। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।


আরও পড়ুন- বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়

_

_

_

_

_

_

_

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version