Sunday, May 4, 2025

মর্মান্তিক, ধর্ষণে বাধা দেওয়ায় বারাণসীতে আট বছরের শিশুকে মাথা থেঁতলে খুন!

Date:

প্রতিবেশী যুবক ধর্ষণের চেষ্টা করেছিল। বাধা দেওয়ার প্রবল চেষ্টা করেছিল আট বছরের শিশু, চিল চিৎকারও করে।কিন্তু যুবকের সঙ্গে পেরে ওঠেনি একরত্তি। জানাজানি যাতে না হয়, তাই শিশুটিকে খুন করল যুবক। এরপর বস্তাবন্দি করে শিশুর দেহটি এলাকারই এক স্কুলে ফেলে দেয়। যদিও পুলিশ খুনিকে গ্রেফতার করেছে। তবে, এই অপরাধীকে ধরার সময় রীতিমতো গুলির লড়াই চলে। যদিও, শেষরক্ষা হয়নি। উত্তরপ্রদেশের বারাণসীর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সুজাবাদের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বস্তায় ওই শিশুর নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। সারা শরীরে ছিল বেশ কয়েকটি আঘাতের চিহ্ন। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় মশার ধূপ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। বাড়ি না ফেরায় পুলিশে জানানো হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ইরশাদ। তিনি নির্যাতিতারই প্রতিবেশী। সিসিটিভি ফুটেজে তাকে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যেতে দেখা গিয়েছে। কিছুক্ষণ পর তাকে একটি বস্তা নিয়ে বেরোতে দেখা যায়। এর পরেই ইরশাদের খোঁজে নির্যাতিতার পাড়ায় যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন যুবক। পুলিশ পাল্টা গুলি চালালে পায়ে গুলি লাগে তার। তাকে গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বারাণসী কাশী অঞ্চলের ডিসিপি গৌরব বনসাল বলেছেন, জেরায় অপরাধী জানিয়েছে ধর্ষণে বাধা দেওয়ার পরেই রাগের মাথায় সে আট বছরের ওই শিশুকে খুন করে। ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। এরপর মৃতদেহ বস্তায় ভরে একটি স্কুলের সামনে ফেলে দেওয়া হয়।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version