সরকারি অনুমতি ছাড়াই কলকাতার (Kolkata) গুরুত্বপূর্ণ মোড়ের নাম বদল করলো গুগল। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) নাম আর জি করের মৃত ডাক্তার-পড়ুয়ার স্মৃতিতে ‘অভয়া ক্রসিং’ করা হোক বলে দাবি তুলেছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। এই আর্জি জানিয়ে ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠিও দেয় ফোরাম। একইসঙ্গে তারা দাবি জানায় Google-এর কাছেও। সরকারের তরফ থেকে কোনও সিদ্ধান্ত জানানো না হলেও, গুগল ম্যাপে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে দেওয়া হয়েছে।
গুগল ম্যাপে ‘ডোরিনা ক্রসিং’ (Dorina Crossing) লিখে দিয়ে সার্চ করলে জায়গা দেখাচ্ছে না। কিন্তু ‘অভয়া ক্রসিং’ দিলে লোকেশন দেখাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে সরকারের অনুমতি ছাড়া কলকাতার অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ের নাম বদলে দিল গুগল? ব্রিটিশ সময় থেকে ডোরিনা ক্রসিং বলে পরিচিত ধর্মতলার গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলের নাম নিজেদের মর্জি মতো বদলে দিয়েছে এই সার্চ ইঞ্জিন!
আর জি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি, দ্রুত তদন্ত ও সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ২০ ডিসেম্বর থেকে ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থানে বসে ডাক্তারদের যৌথ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। সেখানেই আর জি করের মৃতার স্মৃতিতে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের দাবি তোলেন চিকিৎসকরা। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও মেয়রকে চিঠি দেয় চিকিৎসক সংগঠন। আর্জি জানায় গুগলকেও। রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু সরকারি অনুমতির তোয়াক্কা না করেই গুগল ম্যাপে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
–
–
–
–
–
–
–
–