Thursday, August 21, 2025

অবশেষে স্বস্তি! খোঁজ মিলল মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামীর

Date:

খোঁজ মিলল রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের (Santi Das Basak) স্বামী দীপাঞ্জন বসাকের (Dipanjan Basak)। বৃহস্পতিবার, থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই মহিলা অফিসার। শুক্রবার, সকালে সমাজমাধ্যমেও পোস্ট করেন। এর কিছুক্ষণ পরে ফের পোস্ট করে শান্তি জানান, স্বামীর খোঁজ মিলেছে। সাহায্যের জন্য সকলকে ধন্যবাদও তিনি।
আরও খবর: এক মাসে দুজন খুন, বদলি নন্দীগ্রাম থানার আইসি

কলকাতার পুলিশ (Kolkata Police) মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। সিআইডিতেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার। তিনি জানান, তাঁর স্বামী দীপাঞ্জন বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। তাঁর সঙ্গে আর যোগাযোগও করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেন শান্তি দাস বসাক। লেখেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

এর কিছুক্ষণ পরে ফের দুপুরে সমাজ মাধ্যমের পোস্টে শান্তি লেখেন, “দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সব বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে উনি নিরাপদে আছেন।“ কী কারণে দীপাঞ্জন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, এখন কোথায়, কার সঙ্গে আছেন- তা বিস্তারিত জানাননি মহিলা আধিকারিক। অবশেষে স্বস্তি ফিরল বসাক বাড়িতে। তবে, দীপাঞ্জন মানসিক কোনও অশান্তিতে ছিলেন এবং তিনি ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়ে ছিলেন শান্তি দাস বসাক (Santi Das Basak)।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version