অবশেষে পয়েন্টের খাতা খুলল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ঘরের মাঠে ওড়িশা এফসির সঙ্গে গোল শূন্য ড্র করল আন্দ্রে চেরনিশভের দল। এই ড্র -এর ফলে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল সাদা-কালো ব্রিগেড।

ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে ভাঙাচোরা ডিফেন্স নিয়ে নেমেছিল মহামেডান। তবে খারাপ সময়ের মাঝেও শক্তিশালী ওড়িশা এফসির বিরুদ্ধে ইতিবাচক ফুটবল খেলে ঘরের মাঠে ড্র করে বছরের শেষে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচ শুরুর ৩ মিনিটেই হলুদ কার্ড দেখেন মহামেডানের কাশিমভ। তবে প্রথমার্ধে বেশকিছু গোলমুখি আক্রমণ তৈরি করেন ফ্রাঙ্কারা । তবে কাঙ্ক্ষিত গোলটি করতে ব্যর্থ হন তারা । এরই মধ্যে ম্যাচের ৪০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রাঙ্কা। তার পরিবর্তে মাঠে নামেন মাঞ্জুকি। তবে প্রথমার্ধের শেষে ফলাফল ০-০ থাকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মহামেডান। ৬০ মিনিটে অ্যালেক্সিসের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। ৭২ মিনিটে ওড়িশার পতন বাঁচান অমরিন্দর সিং। ৭৩ মিনিটে ফের সুযোগ আসে মহামেডানের সামনে। মাঞ্জোকির হেড শরীর ছুঁড়ে কোনও রকমে বাঁচালেন অমরিন্দর। ম্যাচের শেষ মুহূর্তে কাসিমোভের শটও বাঁচান ওড়িশা গোলকিপার। অন্যদিকে পরিবর্ত হিসাবে নামা মাঞ্জুকিও চোট পেয়ে মাঠ ছাড়েন । এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় চেরনিশভের দল।

আরও পড়ুন- মেলবোর্ন টেস্টে এখনও সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে, মনে করছেন সুন্দর

–

–

–

–

–

–

–

–
