Saturday, May 3, 2025

বছর শুরুতেই দিঘায় নয়া আকর্ষণ মিষ্টি উৎসব, দায়িত্বে মানস-অখিল

Date:

Share post:

বছর শুরুতেই দিঘায় নয়া আকর্ষণ। ৭ থেকে ৯ জানুয়ারি দিঘায় (Digha) বসতে চলেছে মিষ্টি উৎসব- ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সরকারের পক্ষে দায়িত্বে থাকছেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও বিধায়ক অখিল গিরি। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিঘা জুড়ে।

বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে দিঘায় মিষ্টি উৎসবের (Misti Utsav) কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সুষ্ঠুভাবে উৎসব পরিচালনার দায়িত্ব তিনি দেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও স্থানীয় বিধায়ক অখিল গিরিকে। জানুয়ারি মাসের শুরুতেই ৭- ৯ তারিখ দিঘায় শুরু হচ্ছে তিন দিনের মিষ্টি উৎসব। শুক্রবার এই মিষ্টি উৎসব নিয়ে বিশেষ বৈঠকও করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মূলত এই মিষ্টি উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের একছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হবে।

বাংলার প্রতিটি জেলার পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও মোট ৬ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ীরা এই মিষ্টি উৎসবের অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে এর আগেও এ ধরনের মিষ্টি উৎসবের (Misti Utsav) আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার দিঘার বিশ্ববাংলা কনভেনশন হলে এই মিষ্টি উৎসব হতে চলেছে। ৭ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে এই মিষ্টি উৎসবের। মূলত ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস জুড়ে দিঘা একেবারে পর্যটকে পরিপূর্ণ থাকে। তার মধ্যে এই ধরনের মিষ্টি উৎসব বাড়তি আকর্ষণ বলে মনে করছেন অনেকেই। ফলে এই মিষ্টি উৎসবকে কেন্দ্র করে সাজোসাজো রব সৈকত জুড়ে। এই মিষ্টি উৎসবে প্রায় ৫০এর বেশি স্টল থাকবে। যেখানে বিভিন্ন মিষ্টি তৈরির মেশিনপত্রের পাশাপাশি মিষ্টি তৈরির উপকরণ থাকবে। সেখান থেকেও হবে বিকিকিনি। এর আগে এই মিষ্টি উৎসব কলকাতা ও মেদিনীপুরের মত শহরে অনুষ্ঠিত হয়েছে। এবার দিঘায় এই মিষ্টি উৎসব করার ভাবনা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার সংগঠনের তরফ থেকে প্রস্তুতি মিটিং করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মিষ্টি উৎসবের নির্দেশ পাওয়ার পরেই ইতিমধ্যে মানস ভুঁইয়া ও অখিল গিরি এ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। মানস ভুঁইয়া ও অখিল গিরি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েছি। মিষ্টি উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। জানুয়ারি মাসে এই উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের আকর্ষণ থাকবে দিঘাজুড়ে।”

ইতিমধ্যে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই উৎসবকে কেন্দ্র করে বেশ কয়েকবার বৈঠকও করা হয়েছে। মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্য অসীম চন্দ্র জানিয়েছেন, “আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের উৎসবের সাফল্য কামনা করেছেন। তিনি উপস্থিত না থাকতে পারলেও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও অখিল গিরিকে থাকার জন্য জানিয়েছেন। আমাদের প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। রাজ্যের বাইরে থেকেও মিষ্টির সঙ্গে যুক্ত বহু মানুষ আমাদের উৎসবের সামিল হবেন।”

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...