Wednesday, November 12, 2025

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাসভবনে মোদি -সোনিয়া-রাহুল

Date:

ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের অবসান।বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মোতিলাল নেহেরু মার্গে যান নরেন্দ্র মোদি(Narendra Modi) , সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষীয়ান রাজনীতিকের পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM)। একটি ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মজীবনের স্মৃতিচারণা করেন মোদি। দেশের বিকাশে মনমোহনের ভূমিকা এবং তার সৎ জীবনযাত্রার কথা বলেন তিনি। রাজনৈতিক দূরত্ব ভুলে আজ সকাল থেকে মনমোহনের বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কিছু সময় পরে সেখান পৌঁছন রাহুল গান্ধীও। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা জেপি নাড্ডাদেরও দেখা গেছে। শনিবার কংগ্রেস কার্যালয় মনমোহন সিংয়ের দেহ অন্তিম শ্রদ্ধার জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শায়িত থাকবে। বিকেলে রাজঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

প্রাক্তন প্রধানমন্ত্রীর কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়া থেকে শুক্রবার বিকেলে ফিরবেন। সেই কারণেই শনিবার শেষকৃত্যর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিন ( ২৬ ডিসেম্বর – ১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে বেলগাভি অধিবেশন বাতিল করেছে কংগ্রেস (Congress)। তাদের দলীয় পতাকা ও অর্ধনমিত থাকবে বলে খবর মিলেছে। বৃহস্পতি ও শুক্রবার কর্নাটকে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই মতো সব নেতারা পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু আপাতত সেই কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘নব সত্যাগ্রহ বৈঠক’ এবং ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ জনসভার আয়োজনও বাতিল করা হয়েছে বলে খবর।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version