Friday, August 22, 2025

নিজের গোটা রাজ্যনৈতিক- প্রশাসনিক জীবনে মনমোহন সিং ছিলেন আদ্যন্ত ‘মিস্টার ক্লিন’। ব্যক্তিগত সততা ছিল প্রশ্নাতীত। যদিও তাঁর জমানাতেই একাধিক কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত হতে হয় কেন্দ্রের কংগ্রেস সরকারকে। স্বাভাবিকভাবেই বিরোধীদের আক্রমণের তিরে বিদ্ধ হতে হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেই। ব্যক্তিগতভাবে সৎ ও মৃদুভাষী পূর্বসূরীকে সবচেয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন ৭ নম্বর রেসকোর্স রোডে তাঁরই উত্তরসূরি নরেন্দ্র মোদি। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কের জবাব দিতে গিয়ে পূর্বসূরিকে নিশানা করে মোদি বলেছিলেন, ডক্টর সাহেবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি। বর্ষাতি পরে কী করে স্নান করতে হয়, তা তিনি জানেন!

তবে রাজধানীর রাজনৈতিক মহল সাক্ষী এর চেয়েও তাৎপর্যপূর্ণ এক ঘটনার। আপাদমস্তক ভদ্র, শান্ত, উচ্চমেধার রাজনীতিক মনমোহনকে কীভাবে অপমানিত হতে হয়েছিল তাঁর নিজের দলেই, সেই ঘটনা আজও অনেকের স্মৃতিতে টাটকা। অনেকেই বলেন, বিজেপি বা অন্যান্য বিরোধী দল নয়, মনমোহনকে সবচেয়ে বড় হেনস্থা করেছে তাঁর দল কংগ্রেসই। ২০১৩ সালে মনমোহন সিংকে সেই হেনস্থা প্রকাশ্যে করেছিলেন আজকের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্দেশ্যে পরিকল্পনামাফিক কংগ্রেসের সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন, সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধিদের আইনসভার পদে রাখার বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, সেটা একটা ফালতু কাগজের টুকরো। এক্ষুনি ওটা ছিঁড়ে ফেলা উচিত। নিজের প্রতিবাদী ভাবমূর্তি তৈরি করতে এবং মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারকে হেয় করতে সর্বসমক্ষে অর্ডিন্যান্সের কাগজ ছিঁড়েও ফেলেন রাহুল। সেসময় কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন। আর ঘটনাচক্রে তিনি ছিলেন বিদেশসফরে। সেদিন রাহুল গান্ধী নিজের দলের প্রধানমন্ত্রীর প্রতি ন্যূনতম শিষ্টাচার দেখাননি। অথচ স্বভাবসিদ্ধ শিষ্টাচারের দৃষ্টান্ত রেখে রাহুলের মন্তব্যের প্রত্যুত্তর দেননি তৎকালীন প্রধানমন্ত্রী। বিরোধীদের ব্যক্তিগত আক্রমণের মুখেও আগাগোড়া বিরল শিষ্টাচার অক্ষুণ্ণ রেখে গিয়েছেন ভারতের আধুনিক উদার অর্থনীতির জনক।

আরও পড়ুন- ভারতের অর্থনীতি বদলের কারিগর! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

_

_

_

_

_

_

_

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version