Monday, November 10, 2025

পুলিশি অত্যাচারের প্রতিবাদ, প্রাণ গেল গায়ে আগুন দেওয়া যোগীরাজ্যের যুবকের

Date:

প্রতিবাদের ভাষা তুলে ধরতে এসেছিলেন দেশের সংসদ ভবনে (Parliament)। হতাশায় গায়ে আগুন দেওয়া যুবকের অবশেষে মৃত্যু হল দিল্লির হাসপাতালে। এরপরেও দিল্লি পুলিশের দাবি তাঁদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মামলায় জর্জরিত হওয়ার কারণেই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল। এ ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh Police) কোন দোষই তারা এখনো পাইনি। যুবকের সুইসাইড নোট (suicide note) উদ্ধারের চেষ্টা চলছে।

২৫ ডিসেম্বর খৃষ্টোৎসবের দিন দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন জ্বালায় উত্তরপ্রদেশের যুবক জিতেন্দ্র কুমার। আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে দৌড়ানোর চেষ্টা করে সে। মাঝপথে স্থানীয় মানুষ ও রেল দফতরের নিরাপত্তা কর্মীরা তার গায়ে জল ঢেলে বাঁচানোর চেষ্টা করে। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরএমএল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

জিতেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার সঙ্গে থাকা প্রচুর কাগজ-নথি ও সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়। উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা জিতেন্দ্র ও তার পরিবার মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে। জাতীয় এসসি কমিশন (NCSC) তাদের পরিবারকে নির্দোষ রায় দেওয়ার পরেও উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর থেকেই জেল মুক্তির পরেও মানসিক অবসাদে ভুগছিল জিতেন্দ্র। দিল্লী পুলিশের দাবি আত্মহত্যার চেষ্টার আসল কারণ জানা যাবে সুইসাইড নোটের পাঠোদ্ধার হওয়ার পরই। প্রাথমিকভাবে তাই দিল্লি পুলিশের তরফে মানসিক অবসাদকেই কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version