Wednesday, August 20, 2025

পুলিশি অত্যাচারের প্রতিবাদ, প্রাণ গেল গায়ে আগুন দেওয়া যোগীরাজ্যের যুবকের

Date:

প্রতিবাদের ভাষা তুলে ধরতে এসেছিলেন দেশের সংসদ ভবনে (Parliament)। হতাশায় গায়ে আগুন দেওয়া যুবকের অবশেষে মৃত্যু হল দিল্লির হাসপাতালে। এরপরেও দিল্লি পুলিশের দাবি তাঁদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মামলায় জর্জরিত হওয়ার কারণেই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল। এ ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh Police) কোন দোষই তারা এখনো পাইনি। যুবকের সুইসাইড নোট (suicide note) উদ্ধারের চেষ্টা চলছে।

২৫ ডিসেম্বর খৃষ্টোৎসবের দিন দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন জ্বালায় উত্তরপ্রদেশের যুবক জিতেন্দ্র কুমার। আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে দৌড়ানোর চেষ্টা করে সে। মাঝপথে স্থানীয় মানুষ ও রেল দফতরের নিরাপত্তা কর্মীরা তার গায়ে জল ঢেলে বাঁচানোর চেষ্টা করে। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরএমএল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

জিতেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার সঙ্গে থাকা প্রচুর কাগজ-নথি ও সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়। উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা জিতেন্দ্র ও তার পরিবার মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে। জাতীয় এসসি কমিশন (NCSC) তাদের পরিবারকে নির্দোষ রায় দেওয়ার পরেও উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর থেকেই জেল মুক্তির পরেও মানসিক অবসাদে ভুগছিল জিতেন্দ্র। দিল্লী পুলিশের দাবি আত্মহত্যার চেষ্টার আসল কারণ জানা যাবে সুইসাইড নোটের পাঠোদ্ধার হওয়ার পরই। প্রাথমিকভাবে তাই দিল্লি পুলিশের তরফে মানসিক অবসাদকেই কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে।

Related articles

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...
Exit mobile version