Sunday, November 9, 2025

সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় কপালজোরে বাঁচলেন WHO প্রধান

Date:

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের যেসব আধিকারিক বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এসব তথ্য জানিয়ে WHO প্রধান নিজেই।  WHO প্রধান রাষ্ট্রসঙ্ঘ এবং  WHO সহকর্মীদের সঙ্গে বিমানে ওঠার সময় হামলা হয়েছিল। এই হামলায় বিমানের একজন ক্রু  আহত হয়েছেন।গাজায় হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায়  নিহত প্রায় ৫০। হামলার বর্ণনা দিয়ে তেদরস আধানম গেব্রেয়াসুস আরও বলেন, এতে বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন।

এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরে ৬টির বেশি হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।প্রসঙ্গত, রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইজরায়েলে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version