Sunday, May 4, 2025

সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় কপালজোরে বাঁচলেন WHO প্রধান

Date:

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের যেসব আধিকারিক বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এসব তথ্য জানিয়ে WHO প্রধান নিজেই।  WHO প্রধান রাষ্ট্রসঙ্ঘ এবং  WHO সহকর্মীদের সঙ্গে বিমানে ওঠার সময় হামলা হয়েছিল। এই হামলায় বিমানের একজন ক্রু  আহত হয়েছেন।গাজায় হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায়  নিহত প্রায় ৫০। হামলার বর্ণনা দিয়ে তেদরস আধানম গেব্রেয়াসুস আরও বলেন, এতে বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন।

এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরে ৬টির বেশি হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।প্রসঙ্গত, রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইজরায়েলে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।

 

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...
Exit mobile version