Sunday, November 16, 2025

পাঁচদিন পরই অভিষেকের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে, বাড়ি থেকে এক কদম দূরেই সুস্বাস্থ্য পরিষেবা

Date:

অপেক্ষা আর দিন পাঁচেকের। তারপরই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের জন্য শুরু হবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির।নতুন বছরের ২ জানুয়ারি থেকে শুরু হছে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই মিলবে পরিষেবা। সুস্বাস্থ্য এখন বাড়ি থেকে এক কদম দূরেই।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এটি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডায়মণ্ড হারবারজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকরা।

নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ।

কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’। এই পরিষেবায় ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় স্বাস্থ্য শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এই দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের।বাকি তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ ভিচ্চিক রেজিস্ট্রেশন ও রিয়েল চাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।

আরও পড়ুন- শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, অন্তিম যাত্রায় মানুষের ঢল

 

 

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version