Saturday, November 15, 2025

পাঁচদিন পরই অভিষেকের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে, বাড়ি থেকে এক কদম দূরেই সুস্বাস্থ্য পরিষেবা

Date:

অপেক্ষা আর দিন পাঁচেকের। তারপরই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের জন্য শুরু হবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির।নতুন বছরের ২ জানুয়ারি থেকে শুরু হছে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই মিলবে পরিষেবা। সুস্বাস্থ্য এখন বাড়ি থেকে এক কদম দূরেই।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এটি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডায়মণ্ড হারবারজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকরা।

নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ।

কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’। এই পরিষেবায় ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় স্বাস্থ্য শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এই দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের।বাকি তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ ভিচ্চিক রেজিস্ট্রেশন ও রিয়েল চাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।

আরও পড়ুন- শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, অন্তিম যাত্রায় মানুষের ঢল

 

 

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version