Thursday, December 18, 2025

এবার ড্রোনে নজরদারি ও জনসচেতনতামূলক প্রচার! অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুর পুলিশের (West Medinipur District Police) বড় উদ্যোগ। কেবল নজরদারি নয়, এবার ড্রোনের (Done) মাধ্যমে ঘোষণাও করা যাবে। প্রাকৃতিক বিপর্যয় বা বড় জমায়েত- ড্রোনের মাধ্যমে জনগণকে সচেতন করা যাবে, দেওয়া যাবে জরুরি বার্তা। বাংলায় এই প্রথম প্রথম ঘোষক ড্রোনের উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই ড্রোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ ডি জি ওয়েস্টার্ন জোন। ছিলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও অনান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, যখন বড় কোনও জমায়েত হয়, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি মানুষকে সতর্ক করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও আমরা এই ড্রোন ব্যবহার করে মানুষকে আরও সতর্ক করতে পারি। গত ছ মাস ধরে স্থানীয় স্তরে গবেষণার পর আমরা এটা তৈরি করেছি। আগে কোথাও বিক্ষোভ হাটাতে কিংবা গন্ডগোল এড়াতে হ্যান্ডমাইক নিয়ে জরুরি বিষয়গুলি ঘোষণা করতেন পুলিশ আধিকারিকরা। এ বার ভিড়ের মধ্যে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানোর পাশাপাশি জমায়েত থেকে সরে যাওয়ার ঘোষণাও করতে পারবে পুলিশ।

ওয়াকিটকির মাধ্যমে বার্তা পাঠাবেন পুলিশ আধিকারিকরা। আর সেই বার্তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। তবে কী শীঘ্রই সারা রাজ্যে চালু হতে পারে এই পরিষেবা? এই নিয়ে রাজ্যের তরফে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এই পদ্দতি চালুর জন্যে বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার (West Medinipur District Police) পুলিশ সুপারকে।

spot_img

Related articles

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...