Tuesday, November 4, 2025

তোলাবাজি-কাণ্ডে সুপারের কাছে রিপোর্ট তলব স্পিকারের, কলকাতার MLA হস্টেলের সুরক্ষা ব্যবস্থায় কড়াকড়ি

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে টাকা তোলা-কাণ্ডের জেরে কলকাতার MLA হস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বিধায়কদের সুপারিশে অতিথিশালার ঘর বরাদ্দ হওয়ার ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হচ্ছে বলে সূত্রের খবর। একই সঙ্গে হস্টেল সুপারের রিপোর্ট (Report) তলব করা হয়েছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ। পুলিশের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

বিধানসভার (Assembly) তরফে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হস্টেলের অতিথিশালায় থাকবেন, তাঁদের অন্তত সাত দিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার কিড স্ট্রিট এমএলএ (MLA) হস্টেলে বিধায়কদের সুপারিশক্রমে ৪১ ঘরটি ভাড়া দেওয়া হয়। অতিথিদের জন্য ন্যূনতম ঘর ভাড়া তিনশো টাকা সর্বাধিক দেড় হাজার টাকা। এইরকম একটি ঘর বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের নামে বুক করেছিলেন তোলাবাজি কাণ্ডের অভিযুক্তরা। যদিও বিজেপি বিধায়কের দাবি, তিনি কাউকে ঘর বুকিং করতে দেননি। এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়েছেন, হস্টেল সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশের (Police) কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এমএলএ হোস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কীভাবে বিজেপি বিধায়কের নাম করে অভিযুক্ত ঘর ভাড়া নিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ওই বিধায়ককেও আগামীতে জেরা করবে পুলিশ।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...