Friday, August 22, 2025

বারাসাতে প্যাকেট বন্দি উদ্ধার মানুষের দেহাংশ, সত্য খুঁজতে মরিয়া পুলিশ

Date:

জনবহুল এলাকার পুকুরের মধ্যে থেকে ধাপে ধাপে উদ্ধার প্যাকেট বন্দি মানুষের দেহাংশ। নৃশংসভাবে খুনের পর দেহটি ১০ খন্ডে কেটে একাধিক বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে বস্তাবন্দি দেহাংশ উদ্ধার ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহাংশ গুলি একই ব্যক্তির কিনা তা জানার জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান কোনও পুরুষকে খুন করে দেহাংশ গুলি আলাদা করে বিভিন্ন প্যাকেটে মধ্যে ভরে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে।বারাসাত থানা ও এলাকার মানুষের দাবি, তাদের এলাকার কেউ নিখোঁজ নেই বা কেউ নিখোঁজের অভিযোগও দায়ের করেননি। সেক্ষেত্রে দেহটি কোনও বহিরাগতর।

প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যাচ্ছিল কিছু প্লাস্টিকের বস্তা। এলাকার মানুষ ভেবেছিল পুকুরে মাছের খাবার দেওয়া হয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সেই প্লাস্টিক থেকেই বিকট দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় এলাকার যুবকদের। খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। খবর পেয়েই শনিবার রাত একটা নাগাদ পুকুর থেকে বারাসাত থানার পুলিশ দেহের কাটা অংশ সহ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও বিকট গন্ধ এলাকা ছাড়ছিল না।

ফের রবিবার সকালে আরও তিনটি একইরকমের বস্তা ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে। যার মধ্যেও ছিল মানবদেহের অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার পতিক্ষা ঝারখরিয়া জানান, কয়েকটি প্যাকেটের মধ্যে পুরুষ মানুষের দেহাংশ পাওয়া গিয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে দেহাংশগুলি একই ব্যক্তির কিনা। এদিন বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version