Wednesday, May 14, 2025

মহিলাদের প্রতি প্রতিবেশীর কুদৃষ্টি! তালিবান ফতোয়ায় থাকবে না বাড়িতে কোন জানলা

Date:

দৈনন্দিন বিনোদন, খেলাধুলো এমনকি চাকরি করা থেকেও শতযোজন দূরে আফগানিস্তানের (Afganistan) মহিলারা। এবার নিজেদের বাড়ির মধ্যেও জানলা বিহীন ঘরে তাদের থাকতে হবে। শুধুমাত্র প্রতিবেশীর কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। পাছে প্রতিবেশী জানলা দিয়ে কোন মহিলাকে দেখে ফেলে, কোন লালসা তার মধ্যে জন্ম নেয়। তাই মহিলাদেরকেই থাকতে হবে বদ্ধ বাড়িতে, যেখানে থাকবে না কোন জানালাও।

গোটা বিশ্বের কাছে হাস্যকর হাজার রকমের ফতোয়া জারি করে সমালোচনায় বিদ্ধ তালিবানরা (Taliban) আর যেন কোন সমালোচনাকে ভয় করেন না। দেশ চালাতে গোটা পৃথিবীর সমাজের সব নিয়মকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে একবারও ভাবেনা। এমন একটা সমাজ আফগানিস্তানে তালিবান সরকার তৈরি করেছে যেখানে নারীর স্থান বাড়ির আসবাবের মতো। তবে তাদের যত্ন করে রাখা হবে ভোগের বস্তু হিসাবেই। মালিকানা যার ভোগেও তারই অধিকার থাকবে।

সেই নীতিকে তুলে ধরতে বন্ধ হল বাড়িতে জানলা (window) তৈরির ব্যবস্থা। নতুন ফতোয়ায় বলা হয়েছে বাড়ির জানালা দিয়ে যদি রান্নাঘর (kitchen), কুয়োতলা (well) ইত্যাদি যেসব জায়গায় মহিলারা যাতায়াত করেন, সেখানে বাইরে থেকে দৃষ্টি যায় তাহলে তা কোনও প্রতিবেশীর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তিনি লালসার শিকার হতে পারেন। আফগানিস্তান জুড়ে নতুন তৈরি হওয়া বাড়িতে রাখা যাবে না কোন জানালা। আর যেসব বাড়িতে আগে থেকেই জানালা রয়েছে সেখানে জানালাগুলি পাঁচিল তুলে বা অন্য কোন উপায়ে বন্ধ করে দিতে হবে। স্থানীয় প্রশাসন প্রত্যেকটি বাড়িতে নজরদারি চালিয়ে পরীক্ষা করে দেখবে এই নিয়মের পালন সঠিকভাবে হচ্ছে কিনা।

যদিও এই ফতোয়ার পিছনে তালিবান সরকারের (Taliban government) দাবি তারা সমাজে নারী এবং পুরুষের অধিকারকে সমানভাবে রক্ষা করতে চান, বলেই এই নতুন নিয়ম। মহিলাদের প্রতি পুরুষের কুদৃষ্টি বেড়াতেই এ ধরনের পন্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।

Related articles

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...
Exit mobile version