Wednesday, August 20, 2025

বাংলাদেশি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, যশস্বীর আউট ঘিরে শুরু হল বিতর্ক

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে হারের মুখ দেখে ভারতীয় দল। মেলবোর্নে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, ঋষভ পন্থ কেউ ব্যাটে রান পাননি। তবে এই টেস্টে দুই ইনিংসেই রান পেয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসে ৮২ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন ভারতের তরুণ ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে আদৌ আউট ছিলেন যশস্বী? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ মাঠের আম্পায়ার আউট না দিলেও থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু স্নিকোমিটারে কিছুই ধরা পড়েনি। কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে মুখ খুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

ঠিক কি ঘটেছিল? অজি অধিনায়ক প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জসওয়াল। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। আর সেখানেই শুরু হয় বিতর্ক। রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। আউট দিয়ে দেন তিনি। তারপরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। এই নিয়ে আবার মুখ খুলেছেন তৃতীয় আম্পায়ার সৈকত। তিনি বলেন, “ভিডিওয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে। ”

যদিও তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ সুনীল গাভাস্কর। ধারাভাষ্যের সময় এই নিয়ে মুখ খোলেন তিনি।

আরও পড়ুন- মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

Related articles

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...
Exit mobile version