ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হার ভারতের

পারথ টেস্টের পর কিছুতেই যেন মেলে ধরতে পারছে না ভারতীয় ।

ব্যাটিং ব্যর্থতাই ডোবালো ভারতীয় দলকে। আর যার যেরে মেলবোর্নে ম্যাচ হাতছাড়া টিম ইন্ডিয়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া। আর সেই টেস্টে ১৮৪ রানে অজিদের কাছে হারল রোহিত শর্মার দল। কাজে এল না নীতিশ কুমার রেড্ডি, যশস্বী জসওয়ালের ব্যাটিং এবং যশপ্রীত বুমরাহর ৫ উইকেট। এই জয়ের ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

পারথ টেস্টের পর কিছুতেই যেন মেলে ধরতে পারছে না ভারতীয় । অ্যাডিলেড, ব্রিসবেন টেস্টের পর মেলবোর্ন টেস্টেও ব্যাটিং ব্যর্থতা ডোবাল টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ২৩৪ রান । ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩৪০ রান। দ্বিতীয় ইনিংসে সেই রান তাড়া করতে নেমে যশস্বী লড়াই চালালেও রোহিত-রাহুল-বিরাটরা পারলেন। চতুর্থ টেস্টেও রান পেলেন না রোহিত। ৯ রান করেন তিনি। শূন্যরানে আউট হল রাহুল। ৫ রান করেন বিরাট কোহলি। ৩০ রান করেন ঋষভ পন্থ। ২ রান করেন জাদেজা। তবে দ্বিতীয় ইনিংসে রান পেলেন না নীতিশ কুমার রেড্ডি । ১ রান করেন তিনি। রান পাননি ওয়াশিংটন সুন্দর। ৫ রান করেন তিনি। অস্ট্রেলিয়া হয়ে ৩ টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কোট বোলান্ড। ২ টি উইকেট নাথান লিওন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, ট্রাভিস হেড।

আরও পড়ন- শেষ হতে চলছে বছর, ক্রীড়া জগৎ-এ ঘটেছে একাধিক মুহুর্ত, ভারতের বিশ্বকাপ জয় থেকে কলকাতার IPL জয়, এক নজরে ফিরে দেখা ২০২৪