Monday, August 25, 2025

মোদি প্রচারসর্বস্ব, ১২ হাজার কোটির বঞ্চনার পর রেশনে কমিশনের বোঝাও চাপাতে চান রাজ্যের কাঁধে

Date:

প্রচারসর্বস্ব সরকার চলছে কেন্দ্রে। লাভের গুড় খাবে, কিন্তু কাজ করবে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে রাজ্যগুলিকে হকের টাকা দেবে না। সম্প্রতি সংসদে কেন্দ্র জানিয়েছে, তারা রেশন ডিলারদের কমিশনের টাকা দেবে না, তা দিতে হবে রাজ্যকে। এভাবে কেন্দ্র বাড়তি বোঝা চাপাতে চাইছে রাজ্যের উপর। নিজেদের রাজ্যে এক নিয়ম, আর বিরোধী রাজ্যগুলিতে ভিন্ন নিয়মের জাঁতাকল। কেন এমন বিমাতৃসুলভ আচরণ? এই তুঘলকিপনার বিরুদ্ধে সংসদে গর্জে উঠেছিলেন সাংসদ সৌগত রায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শানিয়ে ফের একবার নিশানা করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও।

রেশন ব্যবস্থায় নিজেদের কৃতিত্ব প্রচারে ব্যাগে নরেন্দ্র মোদির ছবি, হোর্ডিং থেকে শুরু করে খবরের কাগজ-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার-ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুধু কৃতিত্ব দাবিতেই ক্ষান্ত। কিন্তু কোনও দায়িত্ব নিতে নারাজ। বছরের পর বছর বাংলাকে বঞ্চনা করে চলেছেন। এখনও ১২ হাজার কোটি প্রাপ্য দেননি। তার উপর অন্যায় চাপ সৃষ্টি করছেন। রেশনের ডিলাররা কমিশন বৃদ্ধির দাবি তুলেছিলেন, তা এখন রাজ্যের উপর চাপাতে চাইছে মোদি সরকার। এবার সংসদের অধিবেশনে সরকারের পক্ষে জানানো হয়েছে, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি রাজ্য সরকারগুলিকেই করতে হবে। কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনটি কেন্দ্রের, রাজ্য শুধু কার্যকর করেছে। তাই রেশন ডিলারদের কমিশন কেন্দ্রকেই দিতে হবে। বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা কেন? সারা দেশেই এক ব্যবস্থা চালু থাকুক। আর এই ইস্যুতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, রাজ্যের প্রাপ্য ১২ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।

কেন্দ্র যদি ডিলারদের কমিশন বৃদ্ধি করে, তার দায় তাদেরই। রাজ্য কেন সেই দায় নিতে যাবে। ২০২১ সালের মার্চে পশ্চিমবঙ্গ কুইন্টাল প্রতি খাদ্যশস্যের জন্য ডিলারদের কমিশন ৭০ থেকে বাড়িয়ে ৯০ টাকা করেছিল। ই-পস যন্ত্র ব্যবহারের জন্য বিশেষ কমিশনও বাড়ানো হয়েছিল ১৭ টাকা থেকে ২১ টাকা। মূল কমিশন খাতে পরিবহণ খরচের অর্ধেক ৪৫ টাকাও কিন্তু রাজ্যই দেয়। এর বাইরেও বাংলার সরকার দুয়ারে রেশন পরিষেবার জন্য ডিলারদের প্রতি কুইন্টালে অতিরিক্ত ৭৫ টাকা কমিশন দেয়। আর ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেয় দুয়ারে রেশন প্রকল্পটি কার্যকর করার জন্য। কিছু রাজ্যে কুইন্টালে ২০০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়। এদিকে রেশন ডিলারদের সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্র কমিশন না বাড়ালে বড় মাপের আন্দোলনে নামবে তারা।

আরও পড়ুন- একবছরে গোটা দেশে বন্ধ হয়েছে প্রায় ২০ হাজার স্কুল! ‘এগিয়ে’ বিজেপিশাসিত ৬ রাজ্য

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version