Thursday, August 21, 2025

মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

Date:

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ আরও কঠিন হল ভারতের। এদিন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে টিম ইন্ডিয়া। যার যেরে বর্ডার-গাভস্কর ট্রফি সিরিজে ২-১ পিছিয়ে যায় রোহিত শর্মার দল। আর এতেই বিপত্তি। মেলবোর্নে চতুর্থ টেস্ট হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেল ভারতীয় দল।

আগেই শীর্ষ স্থান হারিয়েছে। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের ফলে ফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল খেলার সুযোগ পাবে ফাইনালে। তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। আর এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৮১। শতাংশের হিসাবে ৪৮.২১। তালিকায় পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫।

আরও পড়ুন- অজিদের কাছে চতুর্থ টেস্টে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version