Thursday, August 21, 2025

কেন্দ্র কেন সাড়া দিল না! কুণালের কাছে আক্ষেপ চিন্ময়কৃষ্ণের আইনজীবীর

Date:

বাংলাদেশ নিয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন জেলবন্দি ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের (Bangladesh) সনাতন জোটের মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh)। কিন্তু সাড়া দেয়নি কেন্দ্র। মঙ্গলবার, বারাকপুরে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে আলোচনায় আক্ষেপ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য স্বাগত জানিয়ে তাঁকে নমস্কার জানান চিন্ময় কৃষ্ণের আইনজীবী। বলেন,” কলকাতা দখলের হুমকির জবাবে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য বাংলাদেশে আমাদের মনোবল বাড়িয়েছে”- স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানান কুণাল।

চিকিৎসার কারণে এখন এ রাজ্যে রয়েছেন রবীন্দ্র ঘোষ। ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সেখানে রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। গত শুক্রবার, কুণালকে ফোন করে দেখা করতে চান চিন্ময় কৃষ্ণের আইনজীবী। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে চান তিনি। কিন্তু কোমরে যন্ত্রনা থাকায়, তাঁর সিঁড়িতে ওঠানামায় সমস্যা রয়েছে। সেই কারণে এদিন দুপুরে বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে দেখা করেন কুণাল। সেই আলোচনা প্রসঙ্গে নিজের স্যোশাল মিডিয়া পেজে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট। বাংলাদেশ নিয়ে এই রাজ্য কিছু করতে পারে না। আন্তর্জাতিক ইস্যু। কেন্দ্র যা করণীয় করুক। রাজ্য সমর্থন করবে। কিন্তু কেন্দ্র কিছুই করছে না। রবীন্দ্রবাবু জানালেন, উনি এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনো সাড়া নেই।“
আরও খবর: নতুন বছরের শুরুতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার চট্টগ্রামে চিন্ময়কৃষ্ণর মামলার শুনানি। এদিন কুণালের সঙ্গে আলোচনায় রবীন্দ্র ঘোষ আশঙ্কা প্রকাশ করেন যে, ওই দিনই ইসকনের সন্ন্যাসীকে জামিন দেওয়া হবে না। তবে আইনি লড়াইয়ের ব্যবস্থা থাকছে। তাঁর যাওয়ার ইচ্ছে আছে। কুণালের কথায়, “কিন্তু শরীরের অবস্থা দেখলাম খুব খারাপ। তাছাড়া নানারকম খবর আসছে।“

রবীন্দ্র ঘোষ বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কাজ করেন। হিন্দু, মুসলমান সকলের সঙ্গে যোগাযোগ। কুণাল লেখেন, “তবে এখন ওই দেশে ‘অশুভ শক্তি’র উত্থানে উদ্বিগ্ন। তিনি দুদেশের মৈত্রীর পক্ষে। কিন্তু যারা দেশ দখল করছে তারা ভারতবিরোধিতা ও বিশৃঙ্খলার চূড়ান্ত খারাপের দিকে এগোচ্ছে বলে তিনি ভীত। এখানে ভারত সরকারের নিষ্ক্রিয়তা তাঁদের আরও বিচলিত করতে।“ এর বেশি বৈঠকে নিয়ে আর কিছু জানাতে চাননি কুণাল। শুধু রবীন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, “জেদি বর্ষীয়ান মানুষটির শারীরিক অবস্থা ঠিক নেই।“

এদিন দুপুরে রবীন্দ্র ঘোষের সঙ্গে বারাকপুরে গিয়ে দেখা করেন কুণাল। দুজনই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাংলাদেশের জন্য কিছু করা দরকার, হামলা বন্ধের জন্য উদ্যোগ নেওয়া দরকার, আইনি সহায়তা দেওয়া দরকার। এগুলি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। দিনের পর দিন পড়ে থাকতে পারে না। একজন সন্ন্যাসী সেখানে বিনা বিচারে আটকে রয়েছেন। তার আইনজীবী প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেও যদি কোন উত্তর না পান তবে বোঝাই যায় সদিচ্ছার অভাব আছে- অভিযোগ কুণালের।

সীমান্ত সুরক্ষায় দায়িত্ব কেন্দ্রের। বিএসএফ সেখানে নজরদারি চালায়। তারা যদি সীমান্ত পাহারা না দেয়, যদি সীমান্ত দিয়ে লোক ঢুকে যায়, তার দায় মোদি সরকারের। এ রাজ্যের পুলিশ যখন যা খরব পাচ্ছে তার প্রেক্ষিতে গ্রেফতার করছে। বিএসএফ ১৫ থেকে ৫০ কিলোমিটার তাদের সীমানা বাড়িয়ে নিল, অথচ আসল সীমারেখাটা রুখতে পাচ্ছে না। যার ফল যা হওয়ার তা হচ্ছে- ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version