Saturday, November 1, 2025

মহাকাশে পাড়ি দিল ভারতের তৈরি পোলার স্যাটেলাইট, নয়া ইতিহাস ইসরোর

Date:

মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র (ISRO) তৈরি পোলার স্যাটেলাইট (polar sattelite)। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি পাড়ি দেয় সুদূর মহাকাশে। সেই সঙ্গে তৈরি হয় নয়া ইতিহাস। ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে।

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল সংক্ষেপে পিএসএলভি (PSLV) নামে পরিচিত। এই পিএসএলভি সি৬০-এর প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান। স্পেডেক্স ১ (SpaDeX – 1) ও স্পেডেক্স ২ (SpaDeX – 2) নামে দুটি মহাকাশযান ছাড়াও এর রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। এই অভিযানটি ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসরো (ISRO) এর মধ্যেই মহাকাশে নিজস্ব স্টেশন তৈরি করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। মিশনের প্রধান জয়কুমার জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই ‘মহাকাশ ডকিং’ (space ducking) মিশন।

এদিন শ্রীহরিকোটা (Srihorikota) থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়া দু’টি মহাকাশযানই সমান গতিবেগে একই দূরত্ব অতিক্রম করতে পারে। এদিন মহাকাশে পাড়ি দেওয়ার পর ৪৭০ কিলোমিটার উচ্চতায় তারা একই বিন্দুতে মিলিত হয়। কৃষ্ণ জানিয়েছে, যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-এর পেলোডগুলো সফল প্রতিস্থাপন হয়েছে। পৃথিবীর ওই নির্দিষ্ট কক্ষপথ থেকে পেলোড দুটি মহাকাশ ডকিং মিশনে কাজ শুরু করবে।

Related articles

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫...
Exit mobile version