Friday, August 22, 2025

ইয়েমেনে মৃত্যুদণ্ড কেরালার নার্সের, ঘরে ফেরাতে উদ্যোগ বিদেশ মন্ত্রকের

Date:

খুনের দায় ৭ বছর জেল খেটেছেন। এরপরেও জেল মুক্তি হয়নি। দেশ থেকে কয়েকশো মাইল দূরে বিদেশের মাটিতে এবার তাঁকে ফাঁসি বরণ করতে হবে। আর কয়েকশো বাইল দূরে কেরালায় (Kerala) তাঁর বাড়িতে বসে তাঁর বাবা মা তার মৃত্যুর অপেক্ষা করবেন। এই ভবিতব্যকে বদলে ফেলার জন্য এবার ভারত সরকারের বিদেশ মন্ত্রকের দ্বারস্থ ইয়েমেনে (Yemen) বন্দি নিমিশা প্রিয়ার পরিবার। ভারত সরকারের পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

আর্থিকভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াতে ইয়েমেনে (Yemen) গিয়ে নার্সের চাকরি শুরু করেন কেরালার নিমিষা। ২০০৮ সাল থেকে বিভিন্ন হাসপাতালে চাকরি করার পর নিজেই সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেন। এক সহযোগীর সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়িতও করেন। তবে কয়েক বছর পরে সেই সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন নিমিশা (Nimisha Priya)। সহযোগী তালাল আব্দো মেহদি এরপরই নিমিষর ভারতে ফেরা আটকানোর চেষ্টা করেন। ২০১৭ সালে নিজের পাসপোর্ট মেহেদির থেকে ছিনিয়ে আনতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিমিশার ইনজেকশনে প্রাণ যায় মেহেদির।

এরপরই মেহেদির পরিবার নিমিশার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। সেই থেকে ইয়েমেনের (Yemen) জেলে বন্দি সে। ১১ বছর আগে মেয়ের সঙ্গে শেষ বার দেখা হয়েছিল নিমিশার (Nimisha) মা প্রেমা কুমারীর। এবার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর মেয়ের সঙ্গে দেখা করতে ছুটে যান প্রেমা। সানায় জেলবন্দি মেয়ের সঙ্গে তাঁর দেখা হয়। কিন্তু তিনি তখনও জানেন না মেয়েকে এটাই তার শেষবার দেখা কিনা।

যদিও সানার জেলে নিমিশা মাকে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে। সেই মতো নিমিশার পরিবার যোগাযোগ করে বিদেশ মন্ত্রকের সঙ্গে। পরিবারের দাবি নিজের পাসপোর্ট উদ্ধার করার জন্যই মেহেদিকে আক্রমণ করতে বাধ্য হয়েছিল নিমিশা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইয়েমেন প্রশাসনের যোগাযোগ করে তার সাজা কমানোর আবেদন জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version