Thursday, August 21, 2025

পুরোনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সারারাত উৎসবের মধ্যে দিয়েই কাটিয়ে দেয় তিলোত্তমা। রাতের অন্ধকারেও দিনের আলোর উজ্জ্বলতা দেখা যায় মানুষের উচ্ছ্বাসে। আর সেই উৎসবে যাতে কোনও ভাবে ভাটা না পড়ে তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP, Kolkata Police) জানিয়েছিলেন শহরে সাড়ে চার হাজার পুলিশ বর্ষবরণের রাতে মোতায়েন থাকার কথা। এছাড়াও রাতের কলকাতাকে নিরাপত্তা দিতে থাকছে ওয়াচ টাওয়ারও (watch tower)।

বছরের শেষ দিন ও প্রথম দিন পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক সহ শহরের বেশ কয়েকটি জায়গায় মানুষের ঢল থাকে বেশি। পার্ক স্ট্রিট (Park Street), ভিক্টোরিয়া-সহ (Victoria Memorial Hall) গুরুত্বপূর্ণ এলাকায় একজন অতিরিক্ত কমিশনার পদমর্যাদা অফিসারের অধীনে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদা ২ অফিসার। এছাড়া থাকছে বিশেষ টিম। তাদের নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ১২ জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ২৩ জন অফিসার। ৭০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন।

এছাড়াও শহরজুড়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র (police help desk) থাকছে। থাকবে ১১ ওয়াচ টাওয়ার (watch tower)। এছাড়াও কুইক রেসপন্স টিম (QRT), পিসিআর ভ্যান-সহ (PCR van) মহিলা পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকছেন। বাড়তি নজরদারির জন্য সাদা পুলিশের কর্মীরা মোতায়েন থাকছেন। বর্ষবরণের এই সময়টাতে ব্যাপক ভিড় দেখা যয়া কলকাতা মেট্রোতেও। আরপিএফ ছাড়াও মেট্রোতে বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের।

মেট্রোর তরফেও নেওয়া হয়েছে বর্ষবরণের রাতের বিশেষ প্রস্তুতি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। সেই হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার এবং কর্মী মোতায়েন করা হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version