Monday, August 25, 2025

দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, NDA মুখ্যমন্ত্রীদের বিপুল সম্পত্তি

Date:

একদিকে যখন বিজেপি তথা এনডিএ (NDA) জোট শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের সম্পত্তি ফুলে ভেঁপে উঠেছে তখন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তালিকায় একেবারে নিচে। বাংলার উন্নয়নে মানুষ যখন যেভাবে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তাঁদের জন্য প্রকল্পের ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সাহায্যের পরোয়া না করেই বাস্তবায়িত হয়েছে রাজ্যে একের পর এক প্রকল্প। সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সম্পত্তির (assets) পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস প্রকাশিত মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকায় এনডিএ মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ দেখলে অবশ্য তাকে লেগে যাবে।

দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী টিডিপি (TDP) নেতা অন্ধপ্রদেশের চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি ৮৩ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানে বিজেপির মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশের পেমা খান্ডু (Pema Khandu)। তবে চন্দ্রবাবুর থেকে তার সম্পত্তির অংক অনেকটাই কম, ৩৩২ কোটি ৫৬ লক্ষের বেশি। আরেক এনডিএ শরিক নাগাল্যান্ডের এনডিপি (NDPP) সরকারের মুখ্যমন্ত্রী রিফিউ রিও-ও পিছিয়ে নেই। তাঁর সম্পত্তি ৪৬ কোটির বেশি। গোবলয়ের বিজেপির মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মোহন যাদব (Mohan Yadav) এই তালিকায় পঞ্চম স্থানে। তাঁর সম্পত্তি ৪২ কোটি রয়েছে।

তবে শুধুমাত্র এনডিএ ও বিজেপি নয়, কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রীরাও মোটা সম্পত্তির মালিক। প্রকাশিত এই তালিকায় বিত্তবান মুখ্যমন্ত্রীদের মধ্যে তৃতীয় কর্নাটকের সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁর সম্পত্তি ৫১ কোটির বেশি। আবার তালিকায় ৭ নম্বরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revant Reddy)। তাঁর সম্পত্তিও ৩০ কোটির বেশি। এমনকি নিজেদের সর্বহারার দল বলে দাবি করা একমাত্র বাম মুখ্যমন্ত্রীও সম্পত্তির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে। কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তি এক কোটির বেশি। যদিও তালিকায় তিনি শেষ থেকে তৃতীয়।

জাতীয় এই সংস্থার বিশ্লেষণে দেখা যাচ্ছে সম্প্রতি দিল্লির মসনদে বসা অতিশি মারলেনা (Atishi Marlena) ছাড়া মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর কেউ জায়গা করে নিতে পারেননি। ২৮ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মহিলা মুখ্যমন্ত্রীর সংখ্যা মাত্র ২। তথ্য অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রীর কোনও স্থাবর সম্পত্তিও (immovable asset) নেই। এই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রীর খানিকটা কাছাকাছি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। তাঁরও কোনো স্থাবর সম্পত্তি নেই।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version