নতুন বছরে বাড়ছে মেট্রোর ভাড়া, বড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ 

২০২৫ সালের শুরু থেকেই মেট্রো রুটে আপনার যাত্রাপথের খরচ বাড়তে চলেছে। কলকাতা মেট্রোর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে দিনের শেষ স্পেশাল মেট্রোর ভাড়া বাড়তে চলেছে। আশানুরূপ যাত্রী না হওয়ায় লোকসান মেটাতে এমন সিদ্ধান্ত।

আপ এবং ডাউনলাইনে রাত দশটা চল্লিশ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। এবার এই ট্রেনে সফর করতে হলে আপনাকে দশ টাকা করে বেশি ভাড়া দিতে হবে।অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে ২০ টাকা ভাড়া দিতে হবে। সেই মতো পনেরো কুড়ি বা পঁচিশ টাকা পর্যন্ত যেসব গন্তব্যের আগের ভাড়া ছিল এবার থেকে লাস্ট মেট্রোর জন্য দশ টাকা করে প্রত্যেকটা ভাড়া বেড়ে যাবে।