আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দেশবাসী মেতে উঠবে উৎসবে।বাদ যায়নি শহর কলকাতাও। ইতিমধ্যেই শহর সেজে উঠেছে উৎসবের আলোয়।বলা যেতে পারে শহর কলকাতা মেতে উঠেছে সেলিব্রেশনে। আলোর রোশনাইয়ে সেজেছে কল্লোলিনী কলকাতা।শীতের রোদ্দুর মেখে কফিতে তুফান তুলে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষজন । তিলোত্তমা কলকাতায় নানা দর্শনীয় স্থানে উপচে পড়েছে ভিড়। আর তার মধ্যে অন্যতম আলিপুর চিড়িয়াখানা। বিশেষত কচিকাঁচা এবং খুদেদের জন্য হট ডেস্টিনেশন এই চিড়িয়াখানা। তার সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডলেও উপচে পড়ছে ভিড়।

এদিকে পাকস্ট্রিট থেকে শুরু করে ময়দান, সিটিজেন পার্ক, মিলেনিয়াম পার্ক সেজে উঠেছে বছরের শেষ দিনে। আলিপুর চিড়িয়াখানায় তিলধারণের জায়গা নেই।কচিকাঁচা থেকে বয়স্ক, সোমবার বর্ষবরণের শেষে দেখা গেল মানুষের ভিড়। চিড়িয়াখানার একটার পর একটা জন্তুদের খাঁচার সামনে দর্শকদের উপচে জড়া ভিড়।বাঘের খাঁচার সামনে সব থেকে বেশি ভিড়। একই ছবি দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও। ঢোকার জন্য নয়নয় করে শ পাঁচেক মানুষ লাইনে দাঁড়িয়ে। রোদ্দুরে গা এলিয়ে, নানান খাবার খেতে ব্যস্ত সবাই।পিকনিকের মেজাজে আজ সেখানে হাজির আট থেকে আশি। খাওয়া, ঘোরা এবং আড্ডায় মেতে উঠেছেন সকলে।সব মিলিয়ে উৎসবে মেতে উঠেছে শহরবাসী।

–

–


–

–

–

–

–

–

–

–