সব লড়াই শেষ! প্রয়াত ‘বাঘাযতীন’-এর পরিচালক অরুণ রায়

বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

প্রয়াত পরিচালক অরুণ রায়। প্রায় ৮ দিনের লড়াই শেষ।  ফুসফুসের সংক্রমণের কারণে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।  আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

বেশ কয়েক বছর ধরেই কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। এর আগেও চিকিৎসা চলেছে তাঁর। এমনকি বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান পরিচালক। তবে সম্প্রতি আরও অবস্থার অবনতি হয় তার।

আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা ছিল তাতে কেমোথেরাপি দেওয়া কতটা সম্ভব তা নিয়ে ধন্দ ছিল।

পরিচালকের অসুস্থতার খবর শুনেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব,  জীতু কমল। চিকিৎসা চলাকালীনই তিনি হাজির হয়েছিলেন ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় ছবিটি। পরের দিকে কোনও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়।

স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।