Thursday, August 21, 2025

বিজেপিশাসিত রাজ্যগুলি পিছিয়ে কেন্দ্রের রিপোর্টে, ৬১ শতাংশ স্কুলে নেই নিউট্রিশন গার্ডেন

Date:

কেন্দ্রের রিপোর্টে পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিই। কেন্দ্রের নির্দেশিকা না মানার প্রবণতা বেশি ডাবল ইঞ্জিন সরকারের মধ্যেই। বাংলা সহ বিরোধীদের রাজ্যগুলি সর্বক্ষেত্রেই টেক্কা দিচ্ছে বিজেপিকে। সম্প্রতি কেন্দ্রের পেশ করা শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের স্কুলগুলিতেই তৈরি হয়নি নিউটিশন গার্ডেন। সারা দেশে পাঁচ বছর পরেও ৬১ শতাংশ স্কুলে নিউট্রিশন গার্ডেন নেই।

পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছিল সমস্ত স্কুলে তৈরি করতে হবে নিউটিশন গার্ডেন। সেই গার্ডেনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই ফলাবে ফসল। নিজেরাই উৎপাদন করবে পুষ্টিকর শস্য ও সবজি। সেই সবজি ও শস্যই ব্যবহার করা হবে স্কুলেরই মিড ডে মিলে। এই মর্মে রাজ্যগুলির জন্য কেন্দ্রের মোদি সরকার যে গাইডলাইন জারি করেছিল, তা মানেনি বিজেপির রাজ্যগুলি। রিপোর্টে দেখা যাচ্ছে, পরিকল্পনা রূপায়ণে সবথেকে খারাপ অবস্থা অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের। বিজেপির রাজ্যগুলিতে অর্ধেকেরও বেশি স্কুলে নিউট্রিশন গার্ডেন বা কিচেন গার্ডেন তৈরিই হয়নি। ২০২৩-২৪ আর্থিক বছরের রিপোর্ট বলছে, রাজস্থানের ৯২ শতাংশ স্কুলে তৈরি হয়নি স্কুল নিউট্রিশন গার্ডেন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে ৭০ শতাংশের বেশি স্কুলেও নিউটিশন গার্ডেন নেই। মধ্যপ্রদেশেও ৪০ হাজার স্কুলে গড়ে ওঠেনি নিউটিশন গার্ডেন। অথচ তৃণমূল কংগ্রেস শাসিত বাংলায় ৩০ হাজার ৮৭৫টি স্কুলে নিউট্রিশন গার্ডেন তৈরি করা হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রকের রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। সারা দেশে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৮৮টি স্কুল রয়েছে। তার মধ্যে সাড়ে ছ’লক্ষেরও বেশি স্কুলে নেই এসএনজি বা স্কুল নিউট্রিশন গার্ডেন। ৬১ শতাংশ স্কুলই গার্ডেন তৈরি করা থেকে বিরত থেকেছে।

আরও পড়ুন- নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে সবুজায়ন, কলকাতায় বেড়েছে বনাঞ্চল: প্রকাশ্যে রিপোর্ট 

 

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version