Saturday, May 3, 2025

সীমান্ত পাহারায় ব্যর্থ বিএসএফ! এবার মুখ খুললেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Date:

অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক (MEA) সীমান্ত পাহারায় যে ব্যর্থ এ কথা, বাংলার মুখ্যমন্ত্রী থেকে বাংলার পুলিশও বারবার উল্লেখ করেছে। যার প্রমাণ সম্প্রতি বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনায় পাওয়া গিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিজেপি পরিচালিত অসম (Assam) এবং ত্রিপুরা (Tripura) থেকেই। এই অনুপ্রবেশকারীরা ধরা পড়ার পরে তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল বিএসএফের (BSF) ব্যর্থতাতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশ প্রমাণিত হয়েছে। এবার কার্যত সেই কথাই মেনে নিলেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসম পুলিশ প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (infiltration) গ্রেফতার করে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পরে অসম পুলিশকে তৎপর হতে হয় এই অনুপ্রবেশকারীদের গ্রেফতারিতে। একই পরিস্থিতি বিজেপি শাসিত ত্রিপুরাতেও। সেখানেও অনুপ্রবেশ নিয়মিত হচ্ছে দাবি করেন হিমন্ত (Himanta Biswa Sarma)। আর এই অনুপ্রবেশ অগাস্টে বাংলাদেশে (Bangladesh) ক্ষমতার পালাবদলের পরেই বেড়েছে বলে তিনি দাবি করেন।

হিমন্তের দাবি, ক্ষমতার বদল হওয়া বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়ায় সেখানকার বস্ত্রশিল্প (textile industry) ভেঙে পড়েছে। সেই শিল্পের শ্রমিকরা জীবিকার সন্ধানে ঢুকে পড়ছে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে। যদিও এরপরেই হিমন্তের চাঞ্চল্যকর দাবি, এই অনুপ্রবেশকারীদের অসম পুলিশ গ্রেফতার করে না। কারণ এদের গ্রেফতার করলে এরা ভারতের জেল ভরিয়ে দেবে। তাই অসম পুলিশ (Assam police) তাদের নিজস্ব পদ্ধতিতে বাংলাদেশেই ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। সেক্ষেত্রেও বিএসএফ-কেই টপকে কাজ চালাচ্ছে অসম পুলিশ, কার্যত দাবি করেন অসম মুখ্যমন্ত্রী।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version